Sunday, June 30, 2013
shakawath: সর্বপ্রথম জ্ঞানী
shakawath: সর্বপ্রথম জ্ঞানী: ইতিহাসের সর্বপ্রথম জ্ঞানী, ইবলিস। সে তার মেধা ও চেষ্টা দ্বারা ফেরেস্তাদের সর্দার এর সম্মান অর্জন করেছিল। ইতিহাসের সর্বপ্রথম যুক্তিবাদীও ই...
নিরপেক্ষ
ধর্ম
নিরপেক্ষতা নয়, চাই রাজনৈতিক নিরপেক্ষ মনোভাব। কেননা পৃথিবীর কোন ধর্মই
অন্যায়-অবিচার, নোংরামীকে প্রশ্রয় দেয়না। রাজনৈতিক মতাদর্শনই (ডান বা বাম
পন্থী) confusion সৃষ্টি করে।
আমরা যে যেই দলরই মতাদর্শনে বিশ্বাস করিনা কেন, আসুন সবাই সবার কাজের প্রশংসা বা নিন্দা জানাই.... বিরোধীতার জন্য বিরোধীতা না করে গঠনমূলক কাজে সহোযোগিতা করি..... আমাদের দেশকে একটা বাসযোগ্য ভূমিতে পরিনত করি.............
আমরা যে যেই দলরই মতাদর্শনে বিশ্বাস করিনা কেন, আসুন সবাই সবার কাজের প্রশংসা বা নিন্দা জানাই.... বিরোধীতার জন্য বিরোধীতা না করে গঠনমূলক কাজে সহোযোগিতা করি..... আমাদের দেশকে একটা বাসযোগ্য ভূমিতে পরিনত করি.............
ইচ্ছা
আমি
বুদ্ধিজীবি না, হতেও চাইনা, আমি আমার শিক্ষা, অভিজ্ঞতাকে পুঁজি করে ব্যবসা
করতে চাইনা। হে বিশ্ববিদ্যালয় এবং সুশীল সমাজ আমি Product হতে চাইনা। আমি
শিক্ষার আলোয় আলোকিত হতে চাই, আমি আমার আমিকে খুঁজে পেতে চাই, আমি সকল
সৃষ্টির মূলকে অনুসন্ধান করতে চাই, আমি সর্বোপরি একজন মানুষ হতে চাই………..
সর্বপ্রথম জ্ঞানী
ইতিহাসের
সর্বপ্রথম জ্ঞানী, ইবলিস। সে তার মেধা ও চেষ্টা দ্বারা ফেরেস্তাদের সর্দার
এর সম্মান অর্জন করেছিল। ইতিহাসের সর্বপ্রথম যুক্তিবাদীও ইবলিস। সেই প্রথম
মহান আল্লাহ তায়ালার সাথে যুক্তি তর্ক করে।
কিন্তু শেষ পর্যন্ত তার মেধা তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। সুতরাং বন্ধুরা সাবধান, আমাদের মেধা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে সদা সর্তক দৃষ্টি রাখা প্রয়োজন....................... .....
১৪/১২/২০১২
কিন্তু শেষ পর্যন্ত তার মেধা তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। সুতরাং বন্ধুরা সাবধান, আমাদের মেধা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে সদা সর্তক দৃষ্টি রাখা প্রয়োজন.......................
১৪/১২/২০১২
জনগন
সংবিধান:
জনগনই
সকল
ক্ষমতার
উৎস।
বিরোধীদল: জনগন আজকের কর্মসূচি সার্থক করেছে।
সরকারীদল: জনগন এই কর্মসূচি প্রত্যাক্ষান করেছে।
জনগন:
বিরোধীদল: জনগন আজকের কর্মসূচি সার্থক করেছে।
সরকারীদল: জনগন এই কর্মসূচি প্রত্যাক্ষান করেছে।
জনগন:
২৪/০৪/২০১৩
ভাল থাকার কতিপয় সহজ টিপস্
ভাল
থাকার
কতিপয়
সহজ
টিপস্
:-
১. ফেসবুক বা সোসাল মিডিয়া’র একাউন্ট ডিএকটিভ করুন।
২. বাসায় বা অফিসে কোন পেপার পড়বেন না।
৩. টেলিভিশন এর নিউজ চ্যানেলগুলো লক করে দিন।
৪. সমসাময়িক কোন বিষয় নিয়ে কারও সাথে আলোচনা বা তর্ক করা থেকে বিরত থাকুন।
৫. অবসয় সময় হালকা বিষয়ের উপর বই পড়ুন।
৬. নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করুন।
নিজেও ভাল থাকুন, অপরকেও ভাল রাখুন।
জনস্বার্থে: সাখাওয়াৎ
১. ফেসবুক বা সোসাল মিডিয়া’র একাউন্ট ডিএকটিভ করুন।
২. বাসায় বা অফিসে কোন পেপার পড়বেন না।
৩. টেলিভিশন এর নিউজ চ্যানেলগুলো লক করে দিন।
৪. সমসাময়িক কোন বিষয় নিয়ে কারও সাথে আলোচনা বা তর্ক করা থেকে বিরত থাকুন।
৫. অবসয় সময় হালকা বিষয়ের উপর বই পড়ুন।
৬. নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করুন।
নিজেও ভাল থাকুন, অপরকেও ভাল রাখুন।
জনস্বার্থে: সাখাওয়াৎ
২৯/০৪/২০১৩
ঘৃনা
আমাগো
দেশে
কি
নতুন
খনি
পাওয়া
গেছে,
ঘৃনার
খনি। যখন তখন, যে কেউ দেখি খালি ঘৃনা জানায়। তাজিন গার্মেন্টেস
এর
লইগা
ঘৃনা,
সাভারের
লইগা
ঘৃনা,
মন্ত্রীদের
অসংলগ্ন
কথা-বার্তার
লইগা
ঘৃনা,
নুন
আনতে
ঘৃনা,
পানতা
ফুরাইলে
ঘৃনা
........... বলি
এত
ঘৃনা
আসে
কইত
থেকে..........
খালি ঘৃনা জানাইলেই হবে, না কি আরও কিছু করতে হবে? মনে রাইখেন, আপনারা যাগোরে বারবার ঘৃনা জানাইতেছেন তারাই কিন্তু একটার পর একটা ঘৃনিত কাজ কইরাই জাইতেছে.......... আর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘৃনার খনি হইতে নিত্য নতুন ঘৃনা উত্তোলন হইতেছে..............
এইসব ঘৃনা জানানো বন্ধ করেন। যত্ত সব................
খালি ঘৃনা জানাইলেই হবে, না কি আরও কিছু করতে হবে? মনে রাইখেন, আপনারা যাগোরে বারবার ঘৃনা জানাইতেছেন তারাই কিন্তু একটার পর একটা ঘৃনিত কাজ কইরাই জাইতেছে.......... আর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘৃনার খনি হইতে নিত্য নতুন ঘৃনা উত্তোলন হইতেছে..............
এইসব ঘৃনা জানানো বন্ধ করেন। যত্ত সব................
০১/০৫/২০১৩
বন্ধু
বন্ধু,
দাঁড়াও
হাতে কি ঐটা?
ছুড়ে ফেলো রাস্তার ঐ নর্দমায়।
দেখোতো যাকে মারতে চাচ্ছ, কে সে?
দেখো, তারও তোমার মতো দু’টা হাত, দু’টা পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে।
তুমি জান, তোমার মায়ের মতো তার মাও ভাত নিয়ে বসে আছে
জান, তোমার বাবুটির মতো তার বাবুও বসে আছে, বাবার হাত হতে চকলেটটি ছিনিয়ে নেওয়ার জন্য
তোমার প্রিয়ার মতো তার প্রিয়তমাও বারবার দরজায় তাকাচ্ছে
কখন সে এসে ভালবাসে তাকে জড়িয়ে একে দিবে ভালবাসার চুম্বন.............
হাতে কি ঐটা?
ছুড়ে ফেলো রাস্তার ঐ নর্দমায়।
দেখোতো যাকে মারতে চাচ্ছ, কে সে?
দেখো, তারও তোমার মতো দু’টা হাত, দু’টা পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে।
তুমি জান, তোমার মায়ের মতো তার মাও ভাত নিয়ে বসে আছে
জান, তোমার বাবুটির মতো তার বাবুও বসে আছে, বাবার হাত হতে চকলেটটি ছিনিয়ে নেওয়ার জন্য
তোমার প্রিয়ার মতো তার প্রিয়তমাও বারবার দরজায় তাকাচ্ছে
কখন সে এসে ভালবাসে তাকে জড়িয়ে একে দিবে ভালবাসার চুম্বন.............
০৬/০৫/২০১৩
Subscribe to:
Posts (Atom)