Sunday, June 30, 2013

কান্ডারি



হাসি পায় হ্যাঁ সত্যিই হাসি পায় এখন আর দু: লাগেনা দয়া-মায়াও হয় না

দ্বিতীয় প্রজম্মের মুক্তিযোদ্ধা হাহ্! যাদের বেশীর ভাগই জানেনা তার বাড়ির পাশে কয়জন মুক্তিযোদ্ধা আছে? জানে না, আজ কি তাদের চুলোয় আগুন জ্বালানো হয়েছে কিনা? জানেনা, তাঁর সন্তানদের কেউ কি পরীক্ষার ফর্ম পূরন করতে পারছে কিনা টাকার অভাবে? জানেনা, টাকার জন্য তাদের কারও কন্যা সন্তানের বিয়ে ঝুলে আছে কিনা?

অথচ, তারা দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হ্যাঁ, তারাই মুক্তিযোদ্ধা ব্লগে বা রাস্তায় গলাবাজিতে তারাই মুক্তিযোদ্ধা শাহাবাগের মঞ্চে, টিভির টক শোতে, পত্রিকার সম্পাদকীয়-উপসম্পাদকীয়তে, রাজনীতির মঞ্চে ..........

মানবতা, সেবা, ধর্ম নিয়ে আজ তর্কের কাল বৈশাখী ঝড়ো হাওয়া বইছে প্রতিটি ঘটনা এবং অত:পর ব্লগে ব্লগে, টিভিতে, পত্রিকায় মানবতার ন্যাকড়াবাজি, লাইক এর ফুলঝুড়ি বাস্তবতা? না সে তো মানে না কোন মানবতা, অনুসরন করে না কোন ধর্ম

যারাই সুর তুলেছিল ফালানীর ঝুলন্ত লাশকে কেন্দ্র করে, তারা কি একবার খবর নিয়েছে, কেমন আছে ফালানীর পরিবার? কেউ কি এখন জানেন, কিভাবে চলছে তাজিন গার্মেন্টস পুড়ে যাওয়া শ্রমিকের সংসার? কেউ কি জানেন, এমন সব ভিকটিমের পরিবারের খবর?
তারপরও তারাই সমাজ সেবক তারাই ধর্মের কান্ডারি তারাই সমাজ সংস্কারক তারাই জাতির চেতনা তারাই ....................
১১/০৫/২০১৩

No comments:

Post a Comment