Sunday, June 30, 2013

ইচ্ছা

আমি বুদ্ধিজীবি না, হতেও চাইনা, আমি আমার শিক্ষা, অভিজ্ঞতাকে পুঁজি করে ব্যবসা করতে চাইনা। হে বিশ্ববিদ্যালয় এবং সুশীল সমাজ আমি Product হতে চাইনা। আমি শিক্ষার আলোয় আলোকিত হতে চাই, আমি আমার আমিকে খুঁজে পেতে চাই, আমি সকল সৃষ্টির মূলকে অনুসন্ধান করতে চাই, আমি সর্বোপরি একজন মানুষ হতে চাই………..

No comments:

Post a Comment