Sunday, June 30, 2013

সর্বপ্রথম জ্ঞানী

ইতিহাসের সর্বপ্রথম জ্ঞানী, ইবলিস। সে তার মেধা ও চেষ্টা দ্বারা ফেরেস্তাদের সর্দার এর সম্মান অর্জন করেছিল। ইতিহাসের সর্বপ্রথম যুক্তিবাদীও ইবলিস। সেই প্রথম মহান আল্লাহ তায়ালার সাথে যুক্তি তর্ক করে।
কিন্তু শেষ পর্যন্ত তার মেধা তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। সুতরাং বন্ধুরা সাবধান, আমাদের মেধা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে সদা সর্তক দৃষ্টি রাখা প্রয়োজন............................

১৪/১২/২০১২

No comments:

Post a Comment