পত্রিকাটির
অন-লাইন সংস্করনটা
খুলতেই
চোখে
পড়লো,
সোহেল তাজ আগামী ২রা মে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করবেন।
সংবাদটা অনেকটা এই রকম:-
বর্তমান মন্ত্রী সাহেব তাঁর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য পদত্যাগ করায় সরকারী দলের উচ্চপদস্থ কিছু ব্যাক্তিবর্গ বিশেষ বিমানযোগে লন্ডন গিয়ে সোহেল তাজ’কে আবার মন্ত্রনালয় এর দায়িত্ব নেয়ার ব্যাপারে রাজি করান। দেশ ও জনগনের কল্যানে তিনি আবারও উক্ত মন্ত্রনালয়ের দায়িত্ব নিতে সম্মতি জ্ঞাপন করেছেন......
সংবাদটা পড়ে পুরোপুরি শেষ করার আগেই দেখি ইষৎ গরম ও ভেজা ভেজা লাগছে। ভয়ে লাফ দিয়ে উঠেই দেখি আমার বাচ্চাটা শুশু করে দিয়েছে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে এইসব পড়ছিলাম।
বাচ্চাটার প্যান্ট পাল্টাতে পাল্টাতে নিজেকে ধিক্কার দিলাম এই রকম একটা স্বপ্ন দেখার জন্য। আমার দেশে যা কখনও হবার নয় তা নিয়ে কেন আমি আবেগের বশে এইসব স্বপ্ন দেখলাম। এইসব স্বপ্ন দেখার কোন অধিকার আমার নেই, তাই আমি আমার বিচার চাই........................................
সোহেল তাজ আগামী ২রা মে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করবেন।
সংবাদটা অনেকটা এই রকম:-
বর্তমান মন্ত্রী সাহেব তাঁর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য পদত্যাগ করায় সরকারী দলের উচ্চপদস্থ কিছু ব্যাক্তিবর্গ বিশেষ বিমানযোগে লন্ডন গিয়ে সোহেল তাজ’কে আবার মন্ত্রনালয় এর দায়িত্ব নেয়ার ব্যাপারে রাজি করান। দেশ ও জনগনের কল্যানে তিনি আবারও উক্ত মন্ত্রনালয়ের দায়িত্ব নিতে সম্মতি জ্ঞাপন করেছেন......
সংবাদটা পড়ে পুরোপুরি শেষ করার আগেই দেখি ইষৎ গরম ও ভেজা ভেজা লাগছে। ভয়ে লাফ দিয়ে উঠেই দেখি আমার বাচ্চাটা শুশু করে দিয়েছে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে এইসব পড়ছিলাম।
বাচ্চাটার প্যান্ট পাল্টাতে পাল্টাতে নিজেকে ধিক্কার দিলাম এই রকম একটা স্বপ্ন দেখার জন্য। আমার দেশে যা কখনও হবার নয় তা নিয়ে কেন আমি আবেগের বশে এইসব স্বপ্ন দেখলাম। এইসব স্বপ্ন দেখার কোন অধিকার আমার নেই, তাই আমি আমার বিচার চাই........................................
২৫/০৪/২০১৩
No comments:
Post a Comment