Sunday, June 30, 2013

প্রশ্ন পত্র



আইচ্ছা, যদি কোন ছাত্র বা ছাত্রীরে বৎসরের পয়লা বইলা দেওয়া হয় পরীক্ষায় এইসব প্রশ্ন আইবো, এর একটা কমও না বেশীও না এরপরও যদি কোন ছাত্র বা ছাত্রী বৎসর শেষে পরীক্ষায় উত্তর দিতে না পারে, তাইলে ঐটারে আফনেরা কি কইবেন বা ঔটার লগে কি করবেন ?

ভাই, ঠিকই কইচেন! আমাগোরে কিন্তু জন্মের পর পরই জানাইয়া দিচে কব্বরে মাত্র ৩টা প্রশ্ন জিগাইবো আর প্রশ্নগুলান অইতাচে, তোমার রব কে? তোমার ধর্ম কি? মুহাম্মদ (সা:) কে?

অহন কনতো ভাই, এরপরও যদি আমরা উত্তর দিতে না পারি, তাইলে আমগোরে কি করা উচিত?
২৯/০৫/২০১৩

No comments:

Post a Comment