Sunday, June 30, 2013

বাজেট



বিগত কয়েক বছর যাবত দেখছি, বাজেট এর সময় আসলেই সাদা টাকা, কালো টাকা নিয়ে একটা হৈ চৈ রব উঠে শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের দাবী কালো টাকাগুলো শেয়ার বাজারে বিনিয়োগ করার ব্যবস্থা করা হোক আবার সরকারী কিছু মহলের কথা, এমনি এমনিতেই কালো টাকা সাদা করার অনুমতি না দিয়ে বরংচ কিছু কর ধায্য করা হোক ইত্যাদি ইত্যাদি

আমার প্রশ্ন হচ্ছে, গত তিন বছরে যেসব খাতে কালো টাকা সাদা করার অনুমতি দেয়া হয়েছে, সেইসব খাতগুলো দেশ বা জাতির জন্য আদৌ কোন সুবিধা বয়ে এনেছে কিনা? আমার জানামতে, এতে গোটা কয়েক সরকারী কর্মকর্তা কালো কোটধারী ছাড়া অন্য কেউই তেমন কোন সুবিধা পায়নি।

কেন প্রতিবছরই এই সাদা-কালো নিয়ে একটা ধুম্রজাল তৈরী করা হচ্ছে? অবশ্য বেশীরভাগ কালা টাকার মালিকরাই সরকারের বিশেষ নজরে থাকে এবং তারাও বিভিন্ন সময়ে সকল রাজনৈতিক দলগুলোকে বিশেষ সুবিধাও দিয়ে থাকে...........

আমরা কি পারিনা, এই কালো টাকার মালিকদেরকে শিল্পায়নে আগ্রহী করে তুলতে? আমরা কি এমন ব্যবস্থা করতে পারিনা, যাতে কোন কালো টাকার মালিক যদি তার টাকাগুলো শিল্পায়নে ব্যবহার করে, তাহলে রাষ্ট্র তার টাকার উৎস খুঁজতে যাবেনা...........

এতে দেশ জাতি উভয়ই লাভবান হবে বলে আমি বিশ্বাস করি এবং সেই সাথে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে হাজারো তরুন-তরুনী।

০৮/০৬/২০১৩

No comments:

Post a Comment