বন্ধু,
দাঁড়াও
হাতে কি ঐটা?
ছুড়ে ফেলো রাস্তার ঐ নর্দমায়।
দেখোতো যাকে মারতে চাচ্ছ, কে সে?
দেখো, তারও তোমার মতো দু’টা হাত, দু’টা পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে।
তুমি জান, তোমার মায়ের মতো তার মাও ভাত নিয়ে বসে আছে
জান, তোমার বাবুটির মতো তার বাবুও বসে আছে, বাবার হাত হতে চকলেটটি ছিনিয়ে নেওয়ার জন্য
তোমার প্রিয়ার মতো তার প্রিয়তমাও বারবার দরজায় তাকাচ্ছে
কখন সে এসে ভালবাসে তাকে জড়িয়ে একে দিবে ভালবাসার চুম্বন.............
হাতে কি ঐটা?
ছুড়ে ফেলো রাস্তার ঐ নর্দমায়।
দেখোতো যাকে মারতে চাচ্ছ, কে সে?
দেখো, তারও তোমার মতো দু’টা হাত, দু’টা পা, চোখ, কান, নাক, মুখ সবই আছে।
তুমি জান, তোমার মায়ের মতো তার মাও ভাত নিয়ে বসে আছে
জান, তোমার বাবুটির মতো তার বাবুও বসে আছে, বাবার হাত হতে চকলেটটি ছিনিয়ে নেওয়ার জন্য
তোমার প্রিয়ার মতো তার প্রিয়তমাও বারবার দরজায় তাকাচ্ছে
কখন সে এসে ভালবাসে তাকে জড়িয়ে একে দিবে ভালবাসার চুম্বন.............
০৬/০৫/২০১৩
No comments:
Post a Comment