পরিবারগুলোতে সাধারনত
বেকার ছেলেদের একটু
বাঁকা চোখে দেখা
হয়, কিন্তু তার
অর্থ এ নয়
যে তাদের উপর
যুলুম করা হয়। কিন্তু
আজকাল আমার চারপাশে
যখন দেখি এইসব
বেকার ছেলেমেয়েদের নিয়ে
একধরনের নোংরামী
করা হচ্ছে তখন
ভিষন লজ্জা লাগে
এবং মনে হয়
যদি পারতাম তাহলে
সমগ্র সিস্টেমটাকে আমূলে
উপড়ে ফেলতাম। কিন্তু তা
হবার নয় কেননা
আমরাই এই নোংরামীগুলো
করছি এবং করার
অনুপ্রেরনা যোগাচ্ছি।
ইদানিং আবার চাকুরীর বিজ্ঞাপনের সাথে লেখা হচ্ছে ৫০০/২০০ টাকার ব্যাংক ড্রাফট করতে। কেন? একজন শিক্ষিত বেকার ছেলে বা মেয়ে যখন মফস্বল শহর থেকে নিজ ভাড়ায় আপনার কোম্পানীর নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষা দিতে আসছে, কেবলমাত্র সেই জানে এর ব্যায়ভার বহন করার জন্য তাকে কতটা কষ্ট/অপমান মুখ বুজে সহ্য করতে হচ্ছে শুধু মাত্র একটা চাকরি নামের সোনার হরিনের জন্য। অনেকক্ষেত্রে তাদেরকে একদিন আগেই পরীক্ষা কেন্দ্রের শহরে পৌছাতে হচ্ছে। তার উপর আবার কোম্পানীগুলো যোগ করছে ব্যাংক ড্রাফট নামক এক ধরনের শোষন যন্ত্র।
ঐ চাকরী প্রার্থির যতটা চাকরীর দরকার তারচেয়ে বেশী আপনার দরকার একজন যোগ্য কর্মীর। এই যোগ্য কর্মীর খোঁজে আপনার সাধারনত: লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবস্থা করে থাকেন। এর জন্য সমস্ত ব্যায়ভার আপনাদেরই বহন করা উচিত। কেন আপনারা তা ঐ বেকার যুবক/যুবতীর উপর চাপিয়ে দিচ্ছেন? এটা কি একধরনের যচ্চুরি নয়?
অনেক ক্ষেত্রে সরকারি কিছু নিয়ম-কানুনের জন্য আপনারা এই লিখিত পরীক্ষার ব্যবস্থা করতে বাধ্য থাকেন। কিন্তু কাকে নিবেন তা আপনারা আগেই নির্ধারিত থাকে। এই পরীক্ষা তখন এক ধরনের নিয়ম রক্ষা করা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রেও যখন আপনারা সেই ড্রাফট আহ্বান করেন, তখন এটাকে আমরা কি বলতে পারি?
এই ধরনের নোংরামী বা হিনমন্যতার পরিচয় না দিলেই কি নয়...............?
ইদানিং আবার চাকুরীর বিজ্ঞাপনের সাথে লেখা হচ্ছে ৫০০/২০০ টাকার ব্যাংক ড্রাফট করতে। কেন? একজন শিক্ষিত বেকার ছেলে বা মেয়ে যখন মফস্বল শহর থেকে নিজ ভাড়ায় আপনার কোম্পানীর নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষা দিতে আসছে, কেবলমাত্র সেই জানে এর ব্যায়ভার বহন করার জন্য তাকে কতটা কষ্ট/অপমান মুখ বুজে সহ্য করতে হচ্ছে শুধু মাত্র একটা চাকরি নামের সোনার হরিনের জন্য। অনেকক্ষেত্রে তাদেরকে একদিন আগেই পরীক্ষা কেন্দ্রের শহরে পৌছাতে হচ্ছে। তার উপর আবার কোম্পানীগুলো যোগ করছে ব্যাংক ড্রাফট নামক এক ধরনের শোষন যন্ত্র।
ঐ চাকরী প্রার্থির যতটা চাকরীর দরকার তারচেয়ে বেশী আপনার দরকার একজন যোগ্য কর্মীর। এই যোগ্য কর্মীর খোঁজে আপনার সাধারনত: লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবস্থা করে থাকেন। এর জন্য সমস্ত ব্যায়ভার আপনাদেরই বহন করা উচিত। কেন আপনারা তা ঐ বেকার যুবক/যুবতীর উপর চাপিয়ে দিচ্ছেন? এটা কি একধরনের যচ্চুরি নয়?
অনেক ক্ষেত্রে সরকারি কিছু নিয়ম-কানুনের জন্য আপনারা এই লিখিত পরীক্ষার ব্যবস্থা করতে বাধ্য থাকেন। কিন্তু কাকে নিবেন তা আপনারা আগেই নির্ধারিত থাকে। এই পরীক্ষা তখন এক ধরনের নিয়ম রক্ষা করা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রেও যখন আপনারা সেই ড্রাফট আহ্বান করেন, তখন এটাকে আমরা কি বলতে পারি?
এই ধরনের নোংরামী বা হিনমন্যতার পরিচয় না দিলেই কি নয়...............?
১৭/০৫/২০১৩
No comments:
Post a Comment