Sunday, June 30, 2013

’চু’



চুদিয়ে কিছু লেখলেই তা অশ্লীল হয়ে যায়না যেমন: চুকা, চুক্তি, চুকচুক, চুড়ি, চুন, চুটকি, চুঙ্গি, চুয়ান্ন, চুয়াল্লিশ, চুলা, চুদুরবুদুর ইত্যাদি, ইত্যাদি....

এই প্রসঙ্গে একটা কৌতুক মনে হলো, কৌতুকটা আপনারা সবাই জানেন, তারপরও বলছি......

একবার এক পরহেজগার ব্যাক্তি ভোর রাতে উঠে পুকুর ঘাটে গেলো অযু করার জন্য সেই সময় এক চোরও চুরি করা শেষে পুকুর ঘাটে আসলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য

পরহেজগার ব্যাক্তিতো চোরকে দেখে মনে মনে ভাবলো, সে না জানি কতো আল্লাহভক্ত যে এতো রাতে অযু করতে আসলো

আর চোরও পরহেজগার ব্যাক্তিকে দেখে ভাবলো, সে না জানি কতো বড় চোর যে চুরি করা শেষ করে আমার আগেই ঘাটে আসছে হাত-মুখ ধোয়ার জন্য।।
১৩/০৬/২০১৩

No comments:

Post a Comment