সকাল
বেলা
ঘুম
থেকে
উঠে
নাস্তা
সেরে
এক
মগ
চা
আর
পত্রিকাটা
নিয়ে
বসলাম
দুনিয়ার
খোঁজ
খবর
নেওয়ার
জন্য। এমন সময় বেরসিক
ফোনটা
বেজে
উঠলো...
হ্যালো
বস্, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আছি, আল্লাহ রাখছে, কোনমতে চলে যাচ্ছে...
তারপর বলেন অন্যান্য খবরা খবর, কেমন চলছে ব্যবসা-বানিজ্য
বস্, আর বইলেন না, মার্কেটটা উঠতাছে দেইখা কিছু বাই দিছিলাম, এখনতো দেখি আবার পড়তাছে, বুঝতাছি না, বস্, আবারও কি হুড়মুড়াইয়া পড়বো...
মনে হয়না, এইবারও আবার আগেরমতো পড়বে, তবে একটু কারেকশন কি হওয়া উচিত নয়?
না, তা না, কারেকশন হোক তাতে কোন আপত্তি নাই, কিন্তু কারেকশনের নামে যদি আবার বেপক ফল করে তাইলেতো প্রবলেন। যাউকগিয়া, বস্, আইজকা আমারে একটা আইটেম দেন...
আইটেম! আমি আইটেম দিমু কইত্তে...
না বস্, এমন কইরেন না, গত ৩বছরতো জানেনই কয় টেকা আর কামাইছি... এখন যদি আমগো দিকে একটু না তাকান, তাহলেতো বস্, না খাইয়া মরতে হইবো....
দেখেন, আমার কাছে কোন আইটেম নাই বা থাকেনা... আমার কাছে যখন যেটা ভাল লাগে তখন সেইটা আমি কিনি, আর আপনি জানেন আমিও অনেক আইটেমে কট খাইয়া আছি....
না বস্, আমি এতো কিছু বুঝি না, আইজ আমারে একটা আইটেম দিওনই লাগবো... আর নাইলে কন আপনি কি কনছেন, আমিও তাই কিনুম...
দেখবেন, আবার লস খাইলে কিন্তু আমারে দোষারোপ করতে পারবেন না...
কি যে কন না বস্, আইজতাক কি করছি....
ঠিক আছে তাহলে রহিমা ফুড দেখতে পারেন...
ওকে বস্, তাহলে রহিমা খালারে এইবার..... , ওকে বস্, এখন রাখি, ভাল থাকবেন আর আমাদের দিকে মাঝে মইধ্যে একটু নজর দিয়েন, ছোট ভাই ব্রাদারগো দিকে যদি আপনারা না তাকান....
ফোনটা শেষ করে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। গত এক সপ্তাহ যাবত আরও অনেকই এই একই ব্যাপারে আমাকে ফোন করে বা ম্যাসেজ দিয়ে জিজ্ঞাস করেছে এবং প্রত্যেককেই আমি একই উত্তর দিয়েছি। আল্লাহ না করুন, এখন যদি তারা ধরা খায়..... না আর ভাবতে পারছিনা। এখনই একটু খোঁজ খরব নিয়ে দেখি আসলেই মার্কেটের কি অবস্থা....
হ্যালো, আসসালামুআলাইকুম উস্তাদ, কিমুন আছেন?
ওয়ালাইকুম ভালো, তয় সোনার চান্দ এত্তোদিন পর কই থেইকা উদয় হইলা, সব কিছু ভালতো....
জ্বি উস্তাদ, আল্লাহ অশেষ দয়া.. তয় উস্তাদ আমি কিন্তু মাইন্ড খাইছি আপনের উপর...
কেন? আমি আবার কি করলাম?
কি করলাম মানে, আপনি উস্তাদ একলা একলা মার্কেট থেইকা বস্তা ভইরা টেকা নিয়া যাইতেছেন, আর আমগো দিকে একটু নজরও দেন না...
হা হা হা, তো এই কথা। তা তোমারে কে কইলো আমি বস্তা ভইরা টেকা নিয়া যাইতেছি..
কারও কইতে হয় নি, আমরা কি কিছুই জানি না.... আর তাছাড়া আইজকা সকালে এফ. এম ৮৮.৮ দেখাইলো আপনি ডি এস সি থেইকা বস্তায় বস্তায় টেকা নিয়া যাইতেছেন...
এফ. এম ৮৮.৮ দেখাইলো! হা হা হা......
না উস্তাদ, হাইসেন না, অহন যেমনেই হোক, আমারে একটা আইটেম দেন, বহুতদিন যাবত কোন ট্রেড করিনা... এখন যখন মার্কেট একটু ভালার দিকে যাইতাছে দেখি একটু ট্রেড করন যায় কিনা....
আইটেম? আইটেমতো এখন একটাই খালা... খালার দিকে একটু নজর দেও... আল্লাহয় চাইলে ভালই প্রোফিট করতে পারবা...
খালা মানে, রহিমা ফুড?
হ হ হ, গত এক সপ্তাহ যাবত যে ভলিউম মারতাছে দেখোনা, প্রাইজটারেও কিন্তু এক জায়গায় ধইরা রাখছে, ২০/৩০ পয়সা এদিক সেদিক হয়, পার্টি মালটারে টোকাইতাছে....
কন কি উস্তাদ... তয় কুন পার্টি ডুকছে...
তা কইতে পারি না, মনে হয় নতুন কুনু পার্টি আছে এইটার মইধ্যে... তুমি কুনুদিকে না তাকাইয়া ঢুইকা পড়, কাইল আমি লইছি, আবার কাইল যদি দাম একটু কমে তখন আরও কিছু লোড বারামুনি.......
আইচ্ছা উস্তাদ, থেংককিউ, আমিও লইতাছি...................
(এটা কোন বাই/সেল সিগনাল নয়। কেউ যদি এই পোষ্টটা পড়ে এবং খালারে লইয়া লস খায় তাহলে আমি এর জন্য দায়ি নই)
হ্যালো
বস্, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আছি, আল্লাহ রাখছে, কোনমতে চলে যাচ্ছে...
তারপর বলেন অন্যান্য খবরা খবর, কেমন চলছে ব্যবসা-বানিজ্য
বস্, আর বইলেন না, মার্কেটটা উঠতাছে দেইখা কিছু বাই দিছিলাম, এখনতো দেখি আবার পড়তাছে, বুঝতাছি না, বস্, আবারও কি হুড়মুড়াইয়া পড়বো...
মনে হয়না, এইবারও আবার আগেরমতো পড়বে, তবে একটু কারেকশন কি হওয়া উচিত নয়?
না, তা না, কারেকশন হোক তাতে কোন আপত্তি নাই, কিন্তু কারেকশনের নামে যদি আবার বেপক ফল করে তাইলেতো প্রবলেন। যাউকগিয়া, বস্, আইজকা আমারে একটা আইটেম দেন...
আইটেম! আমি আইটেম দিমু কইত্তে...
না বস্, এমন কইরেন না, গত ৩বছরতো জানেনই কয় টেকা আর কামাইছি... এখন যদি আমগো দিকে একটু না তাকান, তাহলেতো বস্, না খাইয়া মরতে হইবো....
দেখেন, আমার কাছে কোন আইটেম নাই বা থাকেনা... আমার কাছে যখন যেটা ভাল লাগে তখন সেইটা আমি কিনি, আর আপনি জানেন আমিও অনেক আইটেমে কট খাইয়া আছি....
না বস্, আমি এতো কিছু বুঝি না, আইজ আমারে একটা আইটেম দিওনই লাগবো... আর নাইলে কন আপনি কি কনছেন, আমিও তাই কিনুম...
দেখবেন, আবার লস খাইলে কিন্তু আমারে দোষারোপ করতে পারবেন না...
কি যে কন না বস্, আইজতাক কি করছি....
ঠিক আছে তাহলে রহিমা ফুড দেখতে পারেন...
ওকে বস্, তাহলে রহিমা খালারে এইবার..... , ওকে বস্, এখন রাখি, ভাল থাকবেন আর আমাদের দিকে মাঝে মইধ্যে একটু নজর দিয়েন, ছোট ভাই ব্রাদারগো দিকে যদি আপনারা না তাকান....
ফোনটা শেষ করে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। গত এক সপ্তাহ যাবত আরও অনেকই এই একই ব্যাপারে আমাকে ফোন করে বা ম্যাসেজ দিয়ে জিজ্ঞাস করেছে এবং প্রত্যেককেই আমি একই উত্তর দিয়েছি। আল্লাহ না করুন, এখন যদি তারা ধরা খায়..... না আর ভাবতে পারছিনা। এখনই একটু খোঁজ খরব নিয়ে দেখি আসলেই মার্কেটের কি অবস্থা....
হ্যালো, আসসালামুআলাইকুম উস্তাদ, কিমুন আছেন?
ওয়ালাইকুম ভালো, তয় সোনার চান্দ এত্তোদিন পর কই থেইকা উদয় হইলা, সব কিছু ভালতো....
জ্বি উস্তাদ, আল্লাহ অশেষ দয়া.. তয় উস্তাদ আমি কিন্তু মাইন্ড খাইছি আপনের উপর...
কেন? আমি আবার কি করলাম?
কি করলাম মানে, আপনি উস্তাদ একলা একলা মার্কেট থেইকা বস্তা ভইরা টেকা নিয়া যাইতেছেন, আর আমগো দিকে একটু নজরও দেন না...
হা হা হা, তো এই কথা। তা তোমারে কে কইলো আমি বস্তা ভইরা টেকা নিয়া যাইতেছি..
কারও কইতে হয় নি, আমরা কি কিছুই জানি না.... আর তাছাড়া আইজকা সকালে এফ. এম ৮৮.৮ দেখাইলো আপনি ডি এস সি থেইকা বস্তায় বস্তায় টেকা নিয়া যাইতেছেন...
এফ. এম ৮৮.৮ দেখাইলো! হা হা হা......
না উস্তাদ, হাইসেন না, অহন যেমনেই হোক, আমারে একটা আইটেম দেন, বহুতদিন যাবত কোন ট্রেড করিনা... এখন যখন মার্কেট একটু ভালার দিকে যাইতাছে দেখি একটু ট্রেড করন যায় কিনা....
আইটেম? আইটেমতো এখন একটাই খালা... খালার দিকে একটু নজর দেও... আল্লাহয় চাইলে ভালই প্রোফিট করতে পারবা...
খালা মানে, রহিমা ফুড?
হ হ হ, গত এক সপ্তাহ যাবত যে ভলিউম মারতাছে দেখোনা, প্রাইজটারেও কিন্তু এক জায়গায় ধইরা রাখছে, ২০/৩০ পয়সা এদিক সেদিক হয়, পার্টি মালটারে টোকাইতাছে....
কন কি উস্তাদ... তয় কুন পার্টি ডুকছে...
তা কইতে পারি না, মনে হয় নতুন কুনু পার্টি আছে এইটার মইধ্যে... তুমি কুনুদিকে না তাকাইয়া ঢুইকা পড়, কাইল আমি লইছি, আবার কাইল যদি দাম একটু কমে তখন আরও কিছু লোড বারামুনি.......
আইচ্ছা উস্তাদ, থেংককিউ, আমিও লইতাছি...................
(এটা কোন বাই/সেল সিগনাল নয়। কেউ যদি এই পোষ্টটা পড়ে এবং খালারে লইয়া লস খায় তাহলে আমি এর জন্য দায়ি নই)
০৮/০৬/২০১৩
No comments:
Post a Comment