Sunday, June 30, 2013

nostalgia



১৯৯৫ সাল, আমি প্রথম আমার -মেইল আইডি খুলি তখন টিএনটি মাধ্যমে ডায়াল করে ইন্টারনেট কানেকশন পেতে হতো সে এক অনন্য অভিজ্ঞতা, নিশ্চয় যারা ব্যবহার করেছেন, তারা কেউ সে অভিজ্ঞতার কথা ভুলে যাননি

কানেকশন পাওয়ার জন্য ডায়ালের পর ডায়াল করে যেতে হতো। তারপর একসময় কানেকশন পাওয়া যেতো। কিন্তু যারা কানেকশন পেতেন না তারা আবার IPS কে ফোন করে একটু গরম গরম কিছু ঢাললে পরে পেতেন নতুন একটা ফোন নম্বর। সেই নাম্বারে ডায়াল করার সাথে সাথেই কানেকশন পাওয়া যেতো।

কানেকশন পাওয়ার পর শুরু হতো আরো একটি নতুন খেলা, ওয়েব পেইজ লোডিং। সে আর এক ধৈর্যের পরীক্ষা। পেজ আসতো তো আসতো না। আমরা সাধারনত ব্রাউজার থেকে ইমেজ অপশনটা বন্ধ করে রাখতাম যাতে পেইজটা দ্রুততম সময়ে লোড হয়। আবার অনেকক্ষেত্রে যে পেইজে যাব সেই পেজের লিংকটাই কপি করে রাখতাম। যেমন: www.yahoo.com এর পরিবর্তে www.yahoo.com/login.html লিংকটা দিয়ে সরাসরি লগ ইন পেইজে চলে যেতাম।

আজ ২০১৩ তে এসেও সেই ধরনের অভিজ্ঞতার সন্মুক্ষিন হয়ে আমি সাংঘাতিকভাবে পুলকিত। গত ১ঘন্টা যাবত Grameenphone Internet packege দিয়ে ট্রাই করার পরও একটাও ওয়েব সাইট খুলতে পারলামনা। ধন্যবাদ Grameenphone অতীতকে মনে করিয়ে দেওয়ার জন্য।

বর্তমানে আমি nostalgia তে আক্রান্ত……………………
১৩/০৬/২০১৩

No comments:

Post a Comment