Wednesday, June 26, 2013

চুক্তিনামা

চুক্তিনামার একটি শর্ত:

উভয়পক্ষ লিখিত নোটিসের মাধ্যমে যে কোন প্রস্তাব বাতিল বা প্রত্যাহার করতে পারবে। এ ধরনের বাতিল বা প্রত্যাহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দিনে উভয়পক্ষের সম্মতিক্রমে অথবা যদি তারা সম্মত হতে না পারে তাহলে নোটিসের ১৮০ দিন পর এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

এটা আবার কি ধরনের শর্ত? এই শর্ত আসলেই কোন পক্ষের স্বার্থ রক্ষা করছে?

ধরে নিলাম, প্রস্তাবনাটি ১ম পক্ষের জন্য লাভজনক কিন্তু ২য় পক্ষের জন্য সম্পূর্ন ক্ষতিকর এবং যথারিতি ২য় পক্ষ উক্ত প্রস্তাবনা প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ দিল, যেহেতু ১ম পক্ষের জন্য এটি অতি লাভজনক তাই কোন যুক্তিতেই তা ১ম পক্ষ বাতিল করতে সম্মতি দিবেনা। সেক্ষেত্রে ১৮০ দিন পর কি তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে ২য় পক্ষকে স্বয়ংক্রিয়ভাবে বাঁশ দিবে .............................

আইচ্চা হইা কি আইক্কা ওয়ালা বাঁশ হবে না তৈলাক্ত বাঁশ হবে? বাঁশটি ব্যাসার্ধ কতো হবে? বাঁশটা কি তাজা হবে না ..............

[পুনশ্চ: উপরোক্ত শর্তটি সদ্য মন্ত্রীসভায় অনুমোদিত টিকফা চুক্তির একটি শর্ত। আসুন দেশকে ভালবাসি এবং টিকফা বাস্তবায়নে সহায়তা করি]

No comments:

Post a Comment