Sunday, June 30, 2013

মন্ত্রী পরিষদ



তাহলে এটাই ফাইনাল মন্ত্রী পরিষদ থেকে একজন মন্ত্রী কমবে যাক সবাই শুধু নেগেটিভ দিকটাই দেখলো, এখন আশা করি এর সুবিধাগুলোও দেখতে পাবে

আগামী দিনগুলোতে পরিবেশ প্রেমীরা আন্দোলন করবে অমুকের বাসার ছাদের গাছ অবহেলায় কেন মরলো এবং এর বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না ..... ভাবুনতো, তারা শহরের ব্যস্ততম রাস্তায় মানব বন্ধন করছে আমার বাসার ছাদের টবে রক্ষিত গাছের জন্য।

আমি কিন্তু চরম পুলকিত হচ্ছি! এর পরদিনই জাতীয় পত্রিকায় আমার ছবি আসবে, বিটিভিতে আমার উপর প্রতিবেদন হবে, আর টকশো গুলোতে আমার পক্ষে-বিপক্ষে রিতিমত ঝর তুলবে।

তখন দেখা যাবে শায়িখ সিরাজ সাহেব তাঁর হৃদয়ে মাটি মানুষ প্রোগাম করছেন মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের ছাদে চাষ করে সাফল্য লাভের উপর। অসাধারন সাফল্যের জন্য তিনি কথা বলবেন এর উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সাথে। অন্যদিকে নর্দমায় মাছ চাষ করে দেশে বিদেশে সাড়া ফেলে দিবে গুলিস্থানের হকার সমিতি ...........

যাক, যা বলতে চেয়েছিলাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হবার পর যখন সুন্দরবনই থাকবে না, তখনতো আর আমাদের বন মন্ত্রীর দরকার হবেনা, তাই পরবর্তী মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী কম হবে। তাতে দেশের অর্থনীতিতে কত্তো সুবিধা হবে কেবলমাত্র তখনই জনগন বুঝবে ?
২৮/০৫/২০১৩

No comments:

Post a Comment