Tuesday, July 9, 2013

ইসলাম

যদি প্রশ্ন করি, ইসলাম অর্থ কি? দেখা যাবে, সিংহভাগ মুসলমানই উত্তর দিচ্ছেন, ইসলাম অর্থ শান্তি। আসলেই কি ইসলাম অর্থ শান্তি?

বৃটিশ বিরোধী আন্দোলনের শুরুর দিকে গোয়েন্দা বিভাগ মুসলমানদেরকেই সবচেয়ে বেশী দায়ি করলেন এবং এর পরপরই ইতিহাসে দেখা যায়, মুসলমান নিধন শুরু করে দিয়েছিল বৃটিশ শাসকরা। মসজিদ-মাদ্রাসায় আগুন দিয়ে তারা মুসলমানদের ইবাদত-বন্দেগীতে বাধা দেওয়া শুরু করলো। বাদ যায়নি পবিত্র কুরআন পুড়ানো। তারা হয়তবা ভেবেছিল কুরআন পুড়িয়ে ধ্বংস করে দিলেই মুসলমানদের মেরুদন্ড ভেঙ্গে যাবে। তারপরও তারা আন্দোলন থামাতে পারেনি।

মুসলমানদের উপর তাদের অত্যাচার যতো বাড়ছিল আন্দোলনও ততো চাঙ্গা হচ্ছিল। শাসক শ্রেনী দেখলেন এভাবে মুসলমানদের দমানো যাবেনা। তারা কাগজের কুরআন পুড়িয়ে ফেলছেন ঠিকই কিন্তু যে কুরআন মুসলমানদের বুকে লেখা আছে (কুরআনে হাফেজ) সেই কুরআন তারা পুড়াবে কিভাবে। শুরু করলো কুরআনে হাফেজদের হত্যা করা। আজও ইতিহাসের পাতায় সাক্ষী আছে তাদের বর্বরোচিত সেই হত্যা হত্যাযজ্ঞ। এতেও তারা ব্যার্থতার স্বাদ আস্বাদন করে বেছে নেয় ভিন্ন পন্থা।

বৃটিশরা বেছে নেয় ইসলামী শিক্ষা ব্যবস্থা। তৈরী করে কলিকাতায় আলিয়া মাদ্রাসা। শুরু হয়ে যায় অত্যন্ত চাতুরিকতার সাথে ইসলামের অপব্যাখ্যা। যদি কেউ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষদের নামের তালিকা দেখেন, দেখবেন প্রথম কয়েকজন অধ্যক্ষই অমুসলিম।

তাদের শিক্ষা ব্যবস্থার মূলে ছিল, মুসলমানরা কুরআন পড়বে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, যাকাত দিবে কিন্তু ভুলে যাবে ইসলামের মূল কথা, ভুলে যাবে ইসলামের শ্বাশত বানী। আজ তাদের শেখানো শিক্ষা ব্যবস্থার সার্থকতা আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় দৃশ্যমান।

আজ আমরা মুসলমানরা নামায, রোজা, হজ্জ্ব, যাকাত সবই পালন করছি তারপরও কুরআন এ বর্নিত আল্লাহর বানী অনুযায়ী লাভবান হচ্ছিনা। মুষ্টিমেয় কয়েকজনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভুলে যাচ্ছি কুরআন-হাদিসের শিক্ষা। নারী-পুরুষের অধিকার আদায়ের নামে শুরু করেছি বেহায়াপনা। পবিত্রতা ভুলে বেছে নিয়েছি নোংরামি।

মুসলমানরা আন্দোলন করলে বলা হচ্ছে জঙ্গি। জঙ্গি নিধনের নামে শুরু হয়ে যায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। আজও যাদের মূল লক্ষ মুসলমান নিধন। হায়! আমার জাতি, আমরাও তাদের মুসলমান নিধনকে বৈধতা দিতে করে যাচ্ছি কুরআন-হাদিসের অপব্যাখ্যা একের পর এক। কখনও বলিনা, ইসলাম যেমনি শান্তির কথা বলে ঠিক তেমনি জিহাদকেও ফরজ করেছে। ভুলে যাই, প্রিয় নবীর যুদ্ধে নেতৃত্ব দানের কথা।

কুরআনে স্পষ্ট ভাবেই বলা হয়েছে, ইসলাম অর্থ সেচ্ছায় আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পন করা। সেখানে কোন প্রকার বাক-বিতন্ডার অবকাশ নেই। ভাল লাগুক আর না লাগুক, আল্লাহর আদেশ মতো জীবন ও রাষ্ট্রের পরিচালনার নামই ইসলাম। আর এই ইসলামকে যে বা যারা অনুসরন করবে কেবলমাত্র তারাই মুসলমান।।

No comments:

Post a Comment