Sunday, July 7, 2013

বিরোধীদল

জিএসপি সুবিধা স্থগিত।
কেন?
কারনতো যথাযথভাবেই বর্ননা করা হয়েছে হোয়াট হাউস থেকে।
না, না, ঐটা আসল কারন নয়।
তাহলে?
বিরোধী দলীয় নেত্রী চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছে।।

শেয়ার মার্কেট ক্যালেংকারি কারা করলো?
আবার কারা করবে, প্রধানমন্ত্রীতো স্পষ্ট করেই বলে দিল, ফালু আর বাদলকে ধরলেই বেরিয়ে যাবে শেয়ার মার্কেটের টাকা কই গেলো।
এই ফালু আর বাদল কে?
কি কন, আপনি জানেন না তারা কে? বাংলাদেশে আছেন কেন? ফালুতো বিরোধী দলের........
ও আচ্ছা! তাহলে এইটাও বিরোধী দলের কাজ।
জি ভাই, সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিরোধীদল চক্রান্ত করে একের পর এক অঘটন ঘটিয়ে চলছে।

ও! তাই নাকি? তাহলে দেশটা চালাচ্ছে কে? নিশ্চয়ই বিরোধীদল।
ধুর মিয়া কি যে কন, সরকার আছে না! বিরোধীদল চালাইবো কেমনে.....
সবইতো কইলেন বিরোধীদল করছে, তাহলে সরকার আসলো কোথা থেকে?

‎#ভাঙ্গাচশমা


০৫/০৭/২০১৩

No comments:

Post a Comment