Sunday, July 7, 2013

অতীত ইতিহাস

ইতিহাস একটা জাতির মধ্যে জীবনীশক্তি সঞ্চার করে। কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অতীত ইতিহাস ভুলিয়ে দিতে অথবা বিকৃত করে পেশ করতে হবে। একজন তথাকথিত মুসলমান যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারনা লাভের সুযোগ না পায় এবং তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকে, তবে তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরোধী কথা বেরুবে য কথা একজন অসুলমান মুখ থেকে বের করতে অনেক সাতপাঁচ ভাববে। এ ধরনের হস্তীমূর্খ মুসলমানের সংখ্যা ক্রমশ: বাড়ছে এবং মুসলমানদের জাতশত্রুগন তাদেরকে ফুলের মালা দিয়ে বরন করছে। ---- বাংলার মুসলমানদের ইতিহাস, আব্বাস আলী খান।।

‎#ইসলাম

No comments:

Post a Comment