Sunday, July 7, 2013

পানসে লাগছে

জীবনটা এখন এ মুহুর্তে পানসে লাগছে। মন পড়ে আছে দূর আজানায়। যেখানে স্রোতস্বীনি নদী কুলকুল শব্দে বয়ে যায়। পাখিরা ডানা মেলে উড়ে যায়। মাঝে মাঝে নদীর বুকে ছোঁ মেরে ঐ দূর নীল আকাশে হারিয়ে যায় শঙ্খ চিল। পাড় জুড়ে ঘাসফুলগুলো বিছিয়ে আছে সাদা চাদরের মতো। একটা গাছের ছায়ায় আমি আমার প্রিয়াকে বুকে নিয়ে বসে আছি। উপলব্ধি করছি প্রাকৃতিক অপরূপ শোভা। গুন গুন শব্দে গান ভাজছে প্রিয়া। শব্ধগুলো শুনা যায় না কিন্তু তার গানের সুর এক মুর্ছনা জাগায় মনেপ্রানে।

তপ্ত দুপুরের রোদে চোখ মেলে তাকিয়ে আছি। উপলব্ধি করছি দিনের প্রখরতা। মাঝে মাঝে লু হাওয়ার মতো বাতাস বয়ে যায়। প্রিয়ার চুলগুলো আমার চোখে-মুখে জড়িয়ে যায়। স্নিগ্ধ হেসে মাথা নাড়িয়ে মুখ থেকে চুলগুলো সড়িয়ে নেয়। তার শরীরের গন্ধের মাদকতায় কি এক আবেশে আমি পুলকিত হয়ে যাই। তার নয়ন দু’টির পানে তাকিয়ে আমি হারিয়ে যাই...............


০২/০৭/২০১৩

No comments:

Post a Comment