কিছু
বলবো কি? বললেই তো আবার বলবেন, হাজী সাহেবের পোলার মুখ খারাপ। না বললে আবার
বিবেক দংশাইতে থাকে। বেশী কিছু বললে পরে তা আবার আদালতে আমার বিরুদ্ধে
সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। ইমেইল এর মতো একটা ভ্যালিড ডকুমেন্ট আদালতে
ভ্যালিডিটি পায়না, কিন্তু ফেসবুক/ব্লগ দিব্যি সাক্ষী দিতে পারবে। সত্যিই
সেলুকাস!
উফ্! সব সমস্যা কি আমাদের দেশেই নাকি? কিছু বললে দোষ, করলে দোষ, খাইলে দোষ (হেফাজতের তরমুজ) , না খাইলে দোষ (শাহাবাগের বিরানী), গেলে দোষ (মতিঝিল), না গেলে দোষ (শাহাবাগ)। দোষ আর দোষ।
তবে এই দোষারোপের দোষা-দোষীতে জীবনের কিছু ঘটনা মনে পড়ে যায়। স্কুলে যখন হোমওয়ার্ক না করে যেতাম, তখন দিব্যি সব দোষ কারেন্ট (বিদ্যুৎ) এর চাপাইয়া দিতাম। যখন ক্লাসে দুষ্টুমি করতাম তখন সব দোষ থাকতো সহপাঠীর, আমি একদম ধোয়া তুলসি পাতা, তারা আমাকে খোঁচা দিত বলেইতো ...... যখন পরীক্ষা খারাপ হতো তখন সব দোষ থাকতো হোম টিউটরের, তিনি পড়ান নাই বলেইতো...
কলেজে ভর্তি হয়ে যখন প্রথম প্রথম টাংকি মারতাম আর বাসায় নালিশ যেতো তখনও সব দোষ থাকতো পাড়ার ঐসব পোলাপাইনদের। আমিতো বাসার দিকেই আসছিলাম পথে ওদের সাথে দেখা হলো, একটু কথা বলছিলাম, আর তখনই.........
বিড়ি খাইতে গিয়ে যখন প্রথম ধরা খাইছিলাম, তখনও দোষ ছিল বড় ভাইদের। তারা আমারে কইছিলো, দুইটা বিড়ি আইনা দিতে, দোকানদাররে দিয়ে একটা ধরাইয়াও নিতে কইছিলো।
আসলেই, আমি একদম নি:ষ্পাপ, নি:কন্টক, যাকে বলেন একদম জ্যান্টেলম্যান। আমার মতো এতো সুবোধ, সুবোদ পোলা দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবেনা .........
তবে বর্তমান এই সাইবার একটিভিষ্টদের যুগে একটা বিশাল সুবিধা পাওয়া যায়, আপনি যখন যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন। এখানে সরকার বা আদালত আপনার বিরুদ্ধে বসে বসে আঙ্গুল চুষা ছাড়া আর কিছুই করতে পারবেনা। কি বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা।
স্বাভাবিকই, আপনাদের মনে প্রশ্ন জাগছে, যদি কিছু করতে নাই পারে তাহলে এতো টাকা খরচ করে এতো সময় অপচয় করে কেন তাহলে সরকার সংসদে বসে বিল পাস করলো, ফেসবুক/ব্লগ আদালতে সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে।
হা, হা, হা, সরকার করবে কিভাবে! ফেসবুক/ব্লগে আপনার কোন লেখা থাকলেতো তা আদালতে ব্যবহার করবে। আদালতে পেশ করার আগেইতো ঐ ছুঁচোগুলো আপনার পোষ্ট খেয়ে ফেলবে.........
ধন্যবাদ, ছুঁচো সম্প্রদায়, অনলাইনের অনেককে আদালতের বা সরকারের রোষানলে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য। আসলেই আপনারা আছেন বলেই আমারা আমাদের মনের জ্বালাগুলো লেখার অক্ষরে রূপান্তরিত করে একটু হালকা হতে পারি। অন্যথায়, এই ক্ষোভগুলো জমে জমে একটা বিস্ফোরন ঘটিয়ে ...................
২৭/০৬/২০১৩
উফ্! সব সমস্যা কি আমাদের দেশেই নাকি? কিছু বললে দোষ, করলে দোষ, খাইলে দোষ (হেফাজতের তরমুজ) , না খাইলে দোষ (শাহাবাগের বিরানী), গেলে দোষ (মতিঝিল), না গেলে দোষ (শাহাবাগ)। দোষ আর দোষ।
তবে এই দোষারোপের দোষা-দোষীতে জীবনের কিছু ঘটনা মনে পড়ে যায়। স্কুলে যখন হোমওয়ার্ক না করে যেতাম, তখন দিব্যি সব দোষ কারেন্ট (বিদ্যুৎ) এর চাপাইয়া দিতাম। যখন ক্লাসে দুষ্টুমি করতাম তখন সব দোষ থাকতো সহপাঠীর, আমি একদম ধোয়া তুলসি পাতা, তারা আমাকে খোঁচা দিত বলেইতো ...... যখন পরীক্ষা খারাপ হতো তখন সব দোষ থাকতো হোম টিউটরের, তিনি পড়ান নাই বলেইতো...
কলেজে ভর্তি হয়ে যখন প্রথম প্রথম টাংকি মারতাম আর বাসায় নালিশ যেতো তখনও সব দোষ থাকতো পাড়ার ঐসব পোলাপাইনদের। আমিতো বাসার দিকেই আসছিলাম পথে ওদের সাথে দেখা হলো, একটু কথা বলছিলাম, আর তখনই.........
বিড়ি খাইতে গিয়ে যখন প্রথম ধরা খাইছিলাম, তখনও দোষ ছিল বড় ভাইদের। তারা আমারে কইছিলো, দুইটা বিড়ি আইনা দিতে, দোকানদাররে দিয়ে একটা ধরাইয়াও নিতে কইছিলো।
আসলেই, আমি একদম নি:ষ্পাপ, নি:কন্টক, যাকে বলেন একদম জ্যান্টেলম্যান। আমার মতো এতো সুবোধ, সুবোদ পোলা দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবেনা .........
তবে বর্তমান এই সাইবার একটিভিষ্টদের যুগে একটা বিশাল সুবিধা পাওয়া যায়, আপনি যখন যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন। এখানে সরকার বা আদালত আপনার বিরুদ্ধে বসে বসে আঙ্গুল চুষা ছাড়া আর কিছুই করতে পারবেনা। কি বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা।
স্বাভাবিকই, আপনাদের মনে প্রশ্ন জাগছে, যদি কিছু করতে নাই পারে তাহলে এতো টাকা খরচ করে এতো সময় অপচয় করে কেন তাহলে সরকার সংসদে বসে বিল পাস করলো, ফেসবুক/ব্লগ আদালতে সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে।
হা, হা, হা, সরকার করবে কিভাবে! ফেসবুক/ব্লগে আপনার কোন লেখা থাকলেতো তা আদালতে ব্যবহার করবে। আদালতে পেশ করার আগেইতো ঐ ছুঁচোগুলো আপনার পোষ্ট খেয়ে ফেলবে.........
ধন্যবাদ, ছুঁচো সম্প্রদায়, অনলাইনের অনেককে আদালতের বা সরকারের রোষানলে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য। আসলেই আপনারা আছেন বলেই আমারা আমাদের মনের জ্বালাগুলো লেখার অক্ষরে রূপান্তরিত করে একটু হালকা হতে পারি। অন্যথায়, এই ক্ষোভগুলো জমে জমে একটা বিস্ফোরন ঘটিয়ে ...................
২৭/০৬/২০১৩
No comments:
Post a Comment