Sunday, July 7, 2013

স্নোডেন

বর্তমান সময়ে বিশ্বে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হচ্ছেন, সিআইএর সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেন। তিনি একের পর এক বোম ফাটিয়ে চলছেন আর আমেরিকার প্যান্টের বোতাম একটার পর একটা খুলে যাচ্ছে।

ডিয়ার আমেরিকা, জীবনে এই প্রথম আমি তোমার বক্তব্যের সাথে একাত্মতা ঘোষনা করলাম। আসলেই স্নোডেন একটা বেইমান। সে তার জাতির সাথে বেইমানী করেছে।

তবে স্নোডেনের ঘটনাটা আবারও প্রমান করলো মিডিয়া জগত কতটা জঘন্য। উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়াস এ্যাসেন্জ এর পথে চলতে গিয়ে বেচারা এখন আশ্রয়হীন এবং সত্যিকার অর্থে একজন কপর্দক শূন্যে মানবে পরিনত হয়েছেন।

জানিনা, বিধাতার কি ইচ্ছা, আপতত, স্নোডেন এর একমাত্র সম্ভাব্য আশ্রয় স্থল হতে পারে আন্তুজার্তিক সন্ত্রাসী গোষ্ঠী, অন্যথায় গভীর অন্ধকূপ................

‎#মিডিয়ারং


০৪/০৭/২০১৩

No comments:

Post a Comment