বৃদ্ধাশ্রম
নিয়ে আজকাল অনেকেই লিখছেন। কেউ তার বাবা’কে বা মা’কে বৃদ্ধাশ্রমে
পাঠাচ্ছেন। দু’একজন আবার দেখা যাচ্ছে শেষে আবার তাদেরকে বাসায় ফিরেও আনছেন।
আপনাদের লেখা পড়ে মনে হচ্ছে আমাদের দেশে বৃদ্ধাশ্রম নামক কারাগারটা বেশ
জনপ্রিয়তা পাচ্ছে।
প্রায় সবার লেখাতেই দেখা যায় বউ এর কথায় বা প্ররোচনায় বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। কেন রে ভাই, তারা কি অন্যের প্ররোচনায় কখনও আপনার কোন আবদার অপূরনীয় রেখেছেন? যতটুকু তাদের সাধ্যের মধ্যে ছিল তার সবটুকুই তারা আপনাদের জন্য করেছেন। নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে হলেও আপনার অনেক অনৈতিক আবদার তারা রেখেছেন। আপনার দেয়া কষ্টগুলো তারা হাসিমুখে সহ্য করে গেছেন। কখনও কারও কাছে এতোটুকু অভিযোগ করেনি। তবে আজ কেন কারও প্ররোচনায় আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমের দরজা দেখাচ্ছেন?
যদি কখনও আপনার মনে হয় আপনার বাবা-মা কোন অযৌক্তিক কথা বলছেন বা অভদ্র আচোরন করছেন বা আপনার মান-সম্মানহানীকর কিছু বলছেন বা করছেন অথবা অহেতুক বকাঝকা করছেন অথবা শুধুশুধু কোন বিষয় নিয়ে প্যাঁচাচ্ছেন তাহলে, আপনাদের নিকট বিনীত অনুরোধ রইলো তখন আপনি আপনার সন্তানের দিকে তাকান। দেখবেন সব কিছু কেমন সহজ হয়ে যাবে।
বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে নিজের সন্তানকে এতিমখানায় পাঠালে কেমন হয়? কালতো ঐ সন্তানই আপনাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠাবে, সুতরাং আগে থেকেই তাকে এতিমখানায় পাঠিয়ে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার পথটা রুখে দিন.............
#বাঁকাচোখ
07/07/2013
প্রায় সবার লেখাতেই দেখা যায় বউ এর কথায় বা প্ররোচনায় বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। কেন রে ভাই, তারা কি অন্যের প্ররোচনায় কখনও আপনার কোন আবদার অপূরনীয় রেখেছেন? যতটুকু তাদের সাধ্যের মধ্যে ছিল তার সবটুকুই তারা আপনাদের জন্য করেছেন। নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে হলেও আপনার অনেক অনৈতিক আবদার তারা রেখেছেন। আপনার দেয়া কষ্টগুলো তারা হাসিমুখে সহ্য করে গেছেন। কখনও কারও কাছে এতোটুকু অভিযোগ করেনি। তবে আজ কেন কারও প্ররোচনায় আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমের দরজা দেখাচ্ছেন?
যদি কখনও আপনার মনে হয় আপনার বাবা-মা কোন অযৌক্তিক কথা বলছেন বা অভদ্র আচোরন করছেন বা আপনার মান-সম্মানহানীকর কিছু বলছেন বা করছেন অথবা অহেতুক বকাঝকা করছেন অথবা শুধুশুধু কোন বিষয় নিয়ে প্যাঁচাচ্ছেন তাহলে, আপনাদের নিকট বিনীত অনুরোধ রইলো তখন আপনি আপনার সন্তানের দিকে তাকান। দেখবেন সব কিছু কেমন সহজ হয়ে যাবে।
বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে নিজের সন্তানকে এতিমখানায় পাঠালে কেমন হয়? কালতো ঐ সন্তানই আপনাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠাবে, সুতরাং আগে থেকেই তাকে এতিমখানায় পাঠিয়ে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার পথটা রুখে দিন.............
#বাঁকাচোখ
07/07/2013
No comments:
Post a Comment