কম-বেশী
আমরা সবাই হাচি দেই। হাচির একটা মহৎ গুন আছে। সেই গুনটাকে সবাই উপলব্ধি
করতে পারে কিনা জানিনা। তবে যতবার আমি হাচি দেই ততোবারই সেই গুনটা আমি
পুঙ্খানুপুঙ্খভাবে উপভোগ করি। তারচেয়েও বেশী উপভোগ করি হাচি দেওয়ার সময় যদি
কোন কারনে সেই হাচিটা আটকে যায় এবং এর কিছুক্ষনপর যখন জোড়ে একটা হাচি দেই।
মনে হয় মাথার ভিতরের সব দূষিত পদার্থ হাচির সাথে বের হয়ে গেছে ও মাথাটা
করে তুলে একদম কৃষ্টাল ক্লিয়ার। অনেকটা বিজ্ঞাপনে দেওয়া খুশকি মুক্ত চুলের
মতো, দূষনমুক্ত মাথা..............
আজ কেন জানি, সেই রকম একটা জোড়ে হাচি দিতে চাচ্ছি। মাথার নিউরোনগুলোতে আবর্জনার স্তুপ জমা হয়ে গেছে........................
#খুনসুটি
আজ কেন জানি, সেই রকম একটা জোড়ে হাচি দিতে চাচ্ছি। মাথার নিউরোনগুলোতে আবর্জনার স্তুপ জমা হয়ে গেছে........................
#খুনসুটি
No comments:
Post a Comment