সুধি দর্শকবৃন্দ এখন আমরা সরাসরি কথা বলবো আমাদের সংবাদ প্রতিনিধির সাথে...
হ্যালো, এটা কি 2441139... দিননা ডেকে মুন্নীকে একবার....
জ্বি, হালিম, শুনতে পাচ্ছি...
ও আচ্ছা, যা বলছিলাম, এখনকার হরতাল পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু ধারনা দেন...
হ্যাঁ হালিম, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, শত শত মানুষ দল বেধে এগিয়ে আসছে। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে। কিন্তু কেউ কোন বিশেষ দলের শ্লোগান দিচ্ছে না। মোটামুটি সবাই হাসি-তামাশা করছে। সেই সাথে হালিম, আপনি দেখতে পাচ্ছেন, দলের মধ্যে বিভিন্ন বয়সের নারী-পুরুষ সবাই আছেন। তাদের মধ্যে কেউ কেউ একটু গম্ভীর প্রকৃতির, রাশভারী।
মুন্নী, এক মিনিট একটু লাইনে থাকুন, আমরা অন্য আর একটি লাইনে সরকারী দলের একজন নেতার সাথে কথা বলি....
জনাব, আমাদের রিপোর্টে দেখা যাচ্ছে শত শত মানুষ রাজপথে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
লোকজন মাত্র আসা আরম্ভ করেছে। এখন মাত্র শত শত, আর দু’এক দিন পর দেখবেন লাখ লাখ। বিরোধীদলের ধ্বংসাত্মক কাজে জনগন বিরক্ত হয়ে রাস্তায় নেমে এসেছে। আজ তারা বিরোধীদলের হরতাল প্রত্যাখ্যান করছে....
ধন্যবাদ। এখন আমরা কথা বলবো বিরোধীদলের একজন নেতার সাথে...
জনাব, আমাদের রিপোর্টে দেখা যাচ্ছে শত শত মানুষ রাজপথে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
জনগনের স্বতস্ফূর্ততাই বলে দিচ্ছে জনগন আর এই সরকারকে চায় না। তারা এখন একটা বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত। আজ তারা বয়স ভুলে সবাই রাজপথে নেমে এসেছে। আজ তাদের চোখে-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে তার সরকারের পতন ঘটিয়েই রাজপথ ত্যাগ করবে। জনগনের এই জোয়ারই সরকারের পতন ঘটিয়ে দিবে। আমি সরকারকে বলতে চাই, এই জোয়ার আপনি প্রতিহত করবেন কিভাবে? এখনও সময় আছে আপনারা আমাদের দাবি মেনে নিন। আর নাহলে........
ধন্যবাদ। আমরা এখন আবার মুন্নীর কাছে ফিরে যাচ্ছি।
মুন্নী, শুনতে পাচ্ছেন..
হ্যাঁ, হালিম, আপনি শুনতে পাচ্ছেন..
মুন্নী, দলের কারও সাথে কি যোগাযোগ করা সম্ভব হয়েছিল? তারা আসলে কোন দলের সমর্থনে রাজপথে বেরিয়ে এসেছে? তারা কি বলে শ্লোগান দিচ্ছে?
হালিম, আমি কয়েকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু যতবারই আমি তাদের কাছে যাচ্ছি ততোবারই তাদের মধ্যেকার অপেক্ষাকৃত কম বয়সী ছেলে-মেয়েরা আমাকে দেখে গেয়ে উঠছে, ‘মুন্নী বদনাম হুয়ী ডার্লি তেরী লিয়ে...’
তারপরও হালিম, আমি আবার চেষ্টা করছি....
হ্যালো ভাই,
আফা আমারে, জিগাইতাছেন!
জ্বি ভাই, বলেনতো আপনারা দল নিয়ে কোথায় যাচ্ছেন?
জানিনা আফা, বেবাকতেরে দেখলাম হাটতাছে, আমিও হেগো লগে হাটতাছি....
তারা কি আপনাকে কোন টাকা-পয়সা দিয়েছে তাদের সাথে মিছিল করার জন্য...
না আফা, টেকা-পয়সা দিবো ক্যান, আমারেতো হেরা কেউ কিছু কয় নাই, আমি হুদাই হেগো লগে হাটতাছি...
ঠিক আছে, ধন্যবাদ। (অন্য আর একজনের সাথে কথা বলার চেষ্টা করছি)
Excuse me,
জ্বি বলুন।
আপনারা কোন দলের সমর্থনে মিছিল করছেন বা জড়ো হচ্ছেন..
দলের সমর্থনে মানে!
না, এই যে, দল বেধে যাচ্ছেন, অথচ কেউ কোন শ্লোগান দিচ্ছেন না....
ও আচ্ছা, না মেডাম, তেমন কিছু না। আমরা সবাই যে যার যার অফিসে যাচ্ছি। রাস্তায় যানবাহন খুবই কম তারউপর ঈদ পরবর্তী মাসের শেষ। আমাদের অনেকেরই বেতনের টাকা ফুরিয়ে গেছে। সিএনজি বা অন্য কোন প্রাইভেট বাহন এ ভ্রমন করা সম্ভব নয় বলে হেটে যাচ্ছি।
তাই বলে সবাই দল বেধে এক সাথে! অন্য কেউতো ভাবতে পারে আপনারা মিছিল বা মিটিং এ যোগদানের জন্য যাচ্ছেন...
তা ভাবতে পারে, কিন্তু আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য দল বেধে যাচ্ছি। যাতে কেউ আমাদের উপর অতর্কিতে হামলা চালাতে না পারে এবং সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনী যাতে ভুলে আমাদের কোন একজনকে পিকেটার ভেবে ভুল করতে না পারে.......
হ্যালো, হ্যালো, হ্যালো... দর্শকবৃন্দ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা দু:খিত। আমারা যোগাযোগের চেষ্টা করছি এবং এই মূহুর্তে নিচ্ছি বিজ্ঞাপনের জন্য ছোট্র একটা ব্রেক। আমাদের সাথেই থাকুন।
#ভাঙ্গাচশমা
হ্যালো, এটা কি 2441139... দিননা ডেকে মুন্নীকে একবার....
জ্বি, হালিম, শুনতে পাচ্ছি...
ও আচ্ছা, যা বলছিলাম, এখনকার হরতাল পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু ধারনা দেন...
হ্যাঁ হালিম, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, শত শত মানুষ দল বেধে এগিয়ে আসছে। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে। কিন্তু কেউ কোন বিশেষ দলের শ্লোগান দিচ্ছে না। মোটামুটি সবাই হাসি-তামাশা করছে। সেই সাথে হালিম, আপনি দেখতে পাচ্ছেন, দলের মধ্যে বিভিন্ন বয়সের নারী-পুরুষ সবাই আছেন। তাদের মধ্যে কেউ কেউ একটু গম্ভীর প্রকৃতির, রাশভারী।
মুন্নী, এক মিনিট একটু লাইনে থাকুন, আমরা অন্য আর একটি লাইনে সরকারী দলের একজন নেতার সাথে কথা বলি....
জনাব, আমাদের রিপোর্টে দেখা যাচ্ছে শত শত মানুষ রাজপথে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
লোকজন মাত্র আসা আরম্ভ করেছে। এখন মাত্র শত শত, আর দু’এক দিন পর দেখবেন লাখ লাখ। বিরোধীদলের ধ্বংসাত্মক কাজে জনগন বিরক্ত হয়ে রাস্তায় নেমে এসেছে। আজ তারা বিরোধীদলের হরতাল প্রত্যাখ্যান করছে....
ধন্যবাদ। এখন আমরা কথা বলবো বিরোধীদলের একজন নেতার সাথে...
জনাব, আমাদের রিপোর্টে দেখা যাচ্ছে শত শত মানুষ রাজপথে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
জনগনের স্বতস্ফূর্ততাই বলে দিচ্ছে জনগন আর এই সরকারকে চায় না। তারা এখন একটা বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত। আজ তারা বয়স ভুলে সবাই রাজপথে নেমে এসেছে। আজ তাদের চোখে-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে তার সরকারের পতন ঘটিয়েই রাজপথ ত্যাগ করবে। জনগনের এই জোয়ারই সরকারের পতন ঘটিয়ে দিবে। আমি সরকারকে বলতে চাই, এই জোয়ার আপনি প্রতিহত করবেন কিভাবে? এখনও সময় আছে আপনারা আমাদের দাবি মেনে নিন। আর নাহলে........
ধন্যবাদ। আমরা এখন আবার মুন্নীর কাছে ফিরে যাচ্ছি।
মুন্নী, শুনতে পাচ্ছেন..
হ্যাঁ, হালিম, আপনি শুনতে পাচ্ছেন..
মুন্নী, দলের কারও সাথে কি যোগাযোগ করা সম্ভব হয়েছিল? তারা আসলে কোন দলের সমর্থনে রাজপথে বেরিয়ে এসেছে? তারা কি বলে শ্লোগান দিচ্ছে?
হালিম, আমি কয়েকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু যতবারই আমি তাদের কাছে যাচ্ছি ততোবারই তাদের মধ্যেকার অপেক্ষাকৃত কম বয়সী ছেলে-মেয়েরা আমাকে দেখে গেয়ে উঠছে, ‘মুন্নী বদনাম হুয়ী ডার্লি তেরী লিয়ে...’
তারপরও হালিম, আমি আবার চেষ্টা করছি....
হ্যালো ভাই,
আফা আমারে, জিগাইতাছেন!
জ্বি ভাই, বলেনতো আপনারা দল নিয়ে কোথায় যাচ্ছেন?
জানিনা আফা, বেবাকতেরে দেখলাম হাটতাছে, আমিও হেগো লগে হাটতাছি....
তারা কি আপনাকে কোন টাকা-পয়সা দিয়েছে তাদের সাথে মিছিল করার জন্য...
না আফা, টেকা-পয়সা দিবো ক্যান, আমারেতো হেরা কেউ কিছু কয় নাই, আমি হুদাই হেগো লগে হাটতাছি...
ঠিক আছে, ধন্যবাদ। (অন্য আর একজনের সাথে কথা বলার চেষ্টা করছি)
Excuse me,
জ্বি বলুন।
আপনারা কোন দলের সমর্থনে মিছিল করছেন বা জড়ো হচ্ছেন..
দলের সমর্থনে মানে!
না, এই যে, দল বেধে যাচ্ছেন, অথচ কেউ কোন শ্লোগান দিচ্ছেন না....
ও আচ্ছা, না মেডাম, তেমন কিছু না। আমরা সবাই যে যার যার অফিসে যাচ্ছি। রাস্তায় যানবাহন খুবই কম তারউপর ঈদ পরবর্তী মাসের শেষ। আমাদের অনেকেরই বেতনের টাকা ফুরিয়ে গেছে। সিএনজি বা অন্য কোন প্রাইভেট বাহন এ ভ্রমন করা সম্ভব নয় বলে হেটে যাচ্ছি।
তাই বলে সবাই দল বেধে এক সাথে! অন্য কেউতো ভাবতে পারে আপনারা মিছিল বা মিটিং এ যোগদানের জন্য যাচ্ছেন...
তা ভাবতে পারে, কিন্তু আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য দল বেধে যাচ্ছি। যাতে কেউ আমাদের উপর অতর্কিতে হামলা চালাতে না পারে এবং সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনী যাতে ভুলে আমাদের কোন একজনকে পিকেটার ভেবে ভুল করতে না পারে.......
হ্যালো, হ্যালো, হ্যালো... দর্শকবৃন্দ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা দু:খিত। আমারা যোগাযোগের চেষ্টা করছি এবং এই মূহুর্তে নিচ্ছি বিজ্ঞাপনের জন্য ছোট্র একটা ব্রেক। আমাদের সাথেই থাকুন।
#ভাঙ্গাচশমা
No comments:
Post a Comment