সদ্য সংবাদ:-
আগামী ২৪/০১/২০১৪ তারিখে ডাইরেক্ট লিষ্টিং এর মাধ্যমে দেশের পুঁজি বাজারে আরও নতুন চারটি কোম্পানী অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, কোম্পানীগুলো হচ্ছে, বাংলাদেশ আওয়ামীলীগ (বাল), বিএনপি, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশ জামায়েতী ইসলামী (বিজেআই)।
এই ব্যপারে এখন আমরা কথা বলবো পুঁজি বাজারের প্রবর্তক ও বিশিষ্ট গ্যাম্বলার মি: কে জে’র সাথে। জনাব কে জে, এই ব্যপারে আপনার মতামত কি?
ওয়েল, আমি আজ আপনাদের ষ্টুডিওতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে সত্যিকার অর্থে, আপনি আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলেছেন। পুঁজিবাজের আমি এই একটু সামান্য নাড়াচাড়া করি কিন্তু এই যে আপনি আমার সম্পর্কে যা বললেন....
দু:খিত মি: কে জে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আপনি যদি দয়া করে খুব সংক্ষিপ্তাকারে আমাদের প্রশ্নের উত্তর দিতেন....
ও, হ্যাঁ, দু:খিত, আসলেই আমার সরাসরি আপনার প্রশ্নের উত্তরেই চলে যাওয়া উচিত ছিল। কিন্তু যখন দেখি জনগন আমার সম্পর্কে একটা ভুল ধারনা নিয়ে আছে, তখন নিজের খুবই খারাপ লাগে। আমি চাইনা কেউ আমাকে ভুল বুঝুক। সবার একটা স্বচ্ছ ধারনা থাকার প্রয়োজন আমার সম্পর্কে। একটা দেশের পুঁজি বাজার অনেক বড় একটা ব্যপার। আমার মতো কোন একজনের পক্ষে সম্ভব না এরকম একটা বাজারকে ম্যানুপুলেট করা। কিন্তু তারপরও জনগন যখন....
স্যার, কিছু মনে করবেননা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র......
না, না, ঠিক আছে। মনে করার কি আছে? আসলেইতো আমাদের সবারই কথা কম এবং কাজ বেশী করার প্রয়োজন। কিন্তু আমরা করি ঠিক তার উল্টো। এবং আপনি জানেন নিশ্চয়ই, এই বেশী কথার জন্যই কিন্তু আমরা একজন আর একজনের ব্যপারে একটু বেশী রং মেখে অযথাই তাকে হিরো বানাই। এই যেমন ধরুন আমার ব্যপারটাই, বেশী কথার দরুনই কিন্তু আমাকে মিডিয়া বিভিন্ন রং মেখে পুঁজি বাজারের হিরো বানিয়েছে। কিন্তু বাস্তবে এই চিত্র.......
স্যার...
ও, সরি, কিছু মনে করবেন না প্লিজ, তা কি যেন ছিল আপনার প্রশ্নটা....
স্যার, পুঁজি বাজারে নতুন চারটি........
ও, ইয়েস, ইয়েস, মনে পড়েছে। হ্যাঁ, যে নতুন চারটি কোম্পানী অন্তর্ভুক্ত হতে যাচ্ছে... আমি মনে করি বাল বামে হল্টেড থাকবে... আর যেদিন বিএনপি আল্টিমেডাম দিবে তারপর দুইদিন ডানে হল্টেড এবং এর পর কয়েকদিন বামে হল্টেড... জেপি যেদিন বলবে, আর না, এইবার আমরা মহাজোট ছেড়ে রাস্তায় আসবো, তারপর কয়েকদিন ডানে হল্টেড.. আবার যেদিন বলবে, না, এই দু:সময়ে আমরা মহাজোট ছেড়ে যাবোনা, এরপর কয়েকদিন আবার বামে হল্টেড থাকবে..... অন্যদিকে বিজেআই নেক্সট কয়েকমাস ডানে হল্টেড থাকবে.. এই হল্টেড রেট এ দেখা যাবে হঠাৎ হঠাৎ ২/৪ লট বাই সেল হচ্ছে, কিন্তু যেদিন যুদ্ধাপরাধীর রায় আসবে সেইদিন থেকে পরবর্তী দু’এক সপ্তাহ কিন্তু পুরোপুরেই ডানেই হল্টেড থাকবে......
ধন্যবাদ, স্যার, স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য।
এই দিকে শোন যাচ্ছে, পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হবার পর পরই নতুন চারটি কোম্পানী তাদের ডিভিডেন্ট ঘোষনা করবে। আমাদের নিজস্ব সংবাদদাতা কোম্পানীগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা করে জানতে পারেন, বাল ৫০০ শতাংশ রাইট শেয়ার (প্রিমিয়াম বিহীন), ৩০০ শতাংশ বোনাস এবং ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিবে। এই রাইটের টাকা দিয়ে বাল অবকাঠামো উন্নয়ন ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করবে বলে জানা যায়।
অন্যদিকে সূত্রমতে জানা যায়, বিএনপি ৮০০ শতাংশ বোনাস এবং ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিবে।
সেইসাথে জেপি নো ডিভিডেন্ট ঘোষনা করতে পারে বলে আমাদের সংবাদ দাতা জানিয়েছেন।
কিন্তু বিজেআই এর কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও কোনপ্রকার সাড়া না পাওয়া যাওয়ায় তাদের ডিভিডেন্ট সম্পর্কে কোনপ্রকার ধারনা পাওয়া যায় নাই।
সংবাদের এই পর্যায়ে আমরা আমাদের দর্শক ও শ্রোতাদের জন্য একটু কুইজ দিচ্ছি, এই ডিভিডেন্ট ঘোষনা আসার পর সেই কোম্পানীগুলোর ট্রেড কি রকম হতে পারে?
* ডানে হল্টেড = বিক্রেতাহীন, বামে হল্টেড = ক্রেতাহীন
[বিদ্র: উপরোক্ত ঘটনার সাথে বাস্তবের কোনপ্রকার কোন মিল নেই। ]
আগামী ২৪/০১/২০১৪ তারিখে ডাইরেক্ট লিষ্টিং এর মাধ্যমে দেশের পুঁজি বাজারে আরও নতুন চারটি কোম্পানী অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, কোম্পানীগুলো হচ্ছে, বাংলাদেশ আওয়ামীলীগ (বাল), বিএনপি, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশ জামায়েতী ইসলামী (বিজেআই)।
এই ব্যপারে এখন আমরা কথা বলবো পুঁজি বাজারের প্রবর্তক ও বিশিষ্ট গ্যাম্বলার মি: কে জে’র সাথে। জনাব কে জে, এই ব্যপারে আপনার মতামত কি?
ওয়েল, আমি আজ আপনাদের ষ্টুডিওতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে সত্যিকার অর্থে, আপনি আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলেছেন। পুঁজিবাজের আমি এই একটু সামান্য নাড়াচাড়া করি কিন্তু এই যে আপনি আমার সম্পর্কে যা বললেন....
দু:খিত মি: কে জে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আপনি যদি দয়া করে খুব সংক্ষিপ্তাকারে আমাদের প্রশ্নের উত্তর দিতেন....
ও, হ্যাঁ, দু:খিত, আসলেই আমার সরাসরি আপনার প্রশ্নের উত্তরেই চলে যাওয়া উচিত ছিল। কিন্তু যখন দেখি জনগন আমার সম্পর্কে একটা ভুল ধারনা নিয়ে আছে, তখন নিজের খুবই খারাপ লাগে। আমি চাইনা কেউ আমাকে ভুল বুঝুক। সবার একটা স্বচ্ছ ধারনা থাকার প্রয়োজন আমার সম্পর্কে। একটা দেশের পুঁজি বাজার অনেক বড় একটা ব্যপার। আমার মতো কোন একজনের পক্ষে সম্ভব না এরকম একটা বাজারকে ম্যানুপুলেট করা। কিন্তু তারপরও জনগন যখন....
স্যার, কিছু মনে করবেননা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র......
না, না, ঠিক আছে। মনে করার কি আছে? আসলেইতো আমাদের সবারই কথা কম এবং কাজ বেশী করার প্রয়োজন। কিন্তু আমরা করি ঠিক তার উল্টো। এবং আপনি জানেন নিশ্চয়ই, এই বেশী কথার জন্যই কিন্তু আমরা একজন আর একজনের ব্যপারে একটু বেশী রং মেখে অযথাই তাকে হিরো বানাই। এই যেমন ধরুন আমার ব্যপারটাই, বেশী কথার দরুনই কিন্তু আমাকে মিডিয়া বিভিন্ন রং মেখে পুঁজি বাজারের হিরো বানিয়েছে। কিন্তু বাস্তবে এই চিত্র.......
স্যার...
ও, সরি, কিছু মনে করবেন না প্লিজ, তা কি যেন ছিল আপনার প্রশ্নটা....
স্যার, পুঁজি বাজারে নতুন চারটি........
ও, ইয়েস, ইয়েস, মনে পড়েছে। হ্যাঁ, যে নতুন চারটি কোম্পানী অন্তর্ভুক্ত হতে যাচ্ছে... আমি মনে করি বাল বামে হল্টেড থাকবে... আর যেদিন বিএনপি আল্টিমেডাম দিবে তারপর দুইদিন ডানে হল্টেড এবং এর পর কয়েকদিন বামে হল্টেড... জেপি যেদিন বলবে, আর না, এইবার আমরা মহাজোট ছেড়ে রাস্তায় আসবো, তারপর কয়েকদিন ডানে হল্টেড.. আবার যেদিন বলবে, না, এই দু:সময়ে আমরা মহাজোট ছেড়ে যাবোনা, এরপর কয়েকদিন আবার বামে হল্টেড থাকবে..... অন্যদিকে বিজেআই নেক্সট কয়েকমাস ডানে হল্টেড থাকবে.. এই হল্টেড রেট এ দেখা যাবে হঠাৎ হঠাৎ ২/৪ লট বাই সেল হচ্ছে, কিন্তু যেদিন যুদ্ধাপরাধীর রায় আসবে সেইদিন থেকে পরবর্তী দু’এক সপ্তাহ কিন্তু পুরোপুরেই ডানেই হল্টেড থাকবে......
ধন্যবাদ, স্যার, স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য।
এই দিকে শোন যাচ্ছে, পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হবার পর পরই নতুন চারটি কোম্পানী তাদের ডিভিডেন্ট ঘোষনা করবে। আমাদের নিজস্ব সংবাদদাতা কোম্পানীগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা করে জানতে পারেন, বাল ৫০০ শতাংশ রাইট শেয়ার (প্রিমিয়াম বিহীন), ৩০০ শতাংশ বোনাস এবং ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিবে। এই রাইটের টাকা দিয়ে বাল অবকাঠামো উন্নয়ন ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করবে বলে জানা যায়।
অন্যদিকে সূত্রমতে জানা যায়, বিএনপি ৮০০ শতাংশ বোনাস এবং ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিবে।
সেইসাথে জেপি নো ডিভিডেন্ট ঘোষনা করতে পারে বলে আমাদের সংবাদ দাতা জানিয়েছেন।
কিন্তু বিজেআই এর কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও কোনপ্রকার সাড়া না পাওয়া যাওয়ায় তাদের ডিভিডেন্ট সম্পর্কে কোনপ্রকার ধারনা পাওয়া যায় নাই।
সংবাদের এই পর্যায়ে আমরা আমাদের দর্শক ও শ্রোতাদের জন্য একটু কুইজ দিচ্ছি, এই ডিভিডেন্ট ঘোষনা আসার পর সেই কোম্পানীগুলোর ট্রেড কি রকম হতে পারে?
* ডানে হল্টেড = বিক্রেতাহীন, বামে হল্টেড = ক্রেতাহীন
[বিদ্র: উপরোক্ত ঘটনার সাথে বাস্তবের কোনপ্রকার কোন মিল নেই। ]
No comments:
Post a Comment