Tuesday, October 29, 2013

কর্মসূচি

হে ধিনকা চিকা ধিনকা চিকা ধিনকা চিকা চিকা ... হে ....

কি হইছে? এতো নাচবার লাগছো কেলা?

মাম্মা, আহো, তুমিও নাচো...

নাচুম সমস্যা নাই, মাগার নাচবার লাগছোস কেলা....

মাম্মা, জনগন হরতাল প্রত্যাখ্যান করছে...

মানে?

মানে, আর কিছুই না, জনগন হরতাল সফল করছে....

কি আবোল তাবোল কইতাছস? একবার কছ প্রত্যাখ্যান করছে আবার কস সফল করছে। মাথা ঠিক আছে তো, না কি গেছস নাসিম-ফকরুল হইয়া......

না, মাম্মা, আমি ঠিকই আছি। সমস্যা হইছে তাগো, দেখোনা, একজন কয় জনগন প্রত্যাহার করছে আর আরেকজন কয় সফল করছে.... আমি হালায়ওতো জনগন, আমি হালায় পেটের খিদায় একবার রাস্তায় গেছি আবার জানের ভয়ে ঘরে আইসা বইয়া রইছি....... তয় তারা কোন জনগনের কথা কয়........

#ভাঙ্গাচশমা

No comments:

Post a Comment