বাসটা
এসে নতুন বাজার সিগনালে থামলো। আমি আর আমার জুনিয়র পিছনের সিটে বসে আছি।
কিছুক্ষন পর স্বাভাবিক নিয়মেই আবার বাস চলা শুরু করলো। আমি জানালা দিয়ে
বাহিরে তাকিয়ে উদাস মনে কি যেন ভাবছিলাম। পরক্ষনেই জুনিয়র সাহেব আমার চিবুক
ধরে টানাটানি...
পাপা, পাপা, লাল লাইট জ্বললেতো গাড়ি থামে।
জ্বি, পাপা।
তাহলে আমাদের বাসটা থামলো না কেন?
কই থামে নাই। থেমেছিলো তো।
না পাপা, তুমি দেখ নাই, যখন লাল লাইট জ্বললো তখন বাস থামে নাই, আমি দেখেছি.........
তাহলে পাপা, মনে হয় ড্রাইভার লাল লাইট যে জ্বলেছে তা দেখে নাই...
কিছু একটা বলে জুনিয়র সাহেবকে সাময়িক বুঝ দিলাম। এছাড়া বলার মতো অন্য কিছু সেই সময় মাথায় আসেনি। তবে বলার কিছুক্ষন পরই কে যেন ভিতর থেকে জানান দিচ্ছে আমি এই অবুঝ শিশুটাকে ভুল কিছু শিখালাম নাতো। এ কথার আড়ালে তাকে আমি আইন ভাঙ্গার আমন্ত্রন জানালাম না তো........
#ভাঙ্গাচশমা
পাপা, পাপা, লাল লাইট জ্বললেতো গাড়ি থামে।
জ্বি, পাপা।
তাহলে আমাদের বাসটা থামলো না কেন?
কই থামে নাই। থেমেছিলো তো।
না পাপা, তুমি দেখ নাই, যখন লাল লাইট জ্বললো তখন বাস থামে নাই, আমি দেখেছি.........
তাহলে পাপা, মনে হয় ড্রাইভার লাল লাইট যে জ্বলেছে তা দেখে নাই...
কিছু একটা বলে জুনিয়র সাহেবকে সাময়িক বুঝ দিলাম। এছাড়া বলার মতো অন্য কিছু সেই সময় মাথায় আসেনি। তবে বলার কিছুক্ষন পরই কে যেন ভিতর থেকে জানান দিচ্ছে আমি এই অবুঝ শিশুটাকে ভুল কিছু শিখালাম নাতো। এ কথার আড়ালে তাকে আমি আইন ভাঙ্গার আমন্ত্রন জানালাম না তো........
#ভাঙ্গাচশমা
No comments:
Post a Comment