Tuesday, October 29, 2013

ব্লেন্ডিং

বৃটিশ বিরোধী আন্দোলনের সময় মহাত্মাগান্ধী আন্দোলনের এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন। তিনটি নীতির উভর ভিত্তি করে তিনি আন্দোলন চালিয়ে যান। নীতিত্রয় দেশে-বিদেশে খুবই সমাদৃত হয়েছে। নীতি তিনটির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। রসিকরা এই তিন নীতিকে গান্ধীর তিন বানর বলে আখ্যায়িত করেন।

১. বুরা মাত শুন (খারাপ কিছু শুনবে না)
২. বুরা মাত দেখ (খারাপ কিছু দেখবে না)
৩. বুরা মাত বোলো (খারাপ কিছু বলবে না)

অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ’অন্যায় যে করে আর অন্যায় যে সহে ,তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।’

আমরা কিন্তু আমাদের প্রাত্যাহিক জীবনে গান্ধী এবং রবীন্দ্রনাথের এক অপূর্ব সংমিশ্রন অনুসরন করে থাকি। যখন আমাদের চারপাশে কোন অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হয় আমারা সরাসরি গান্ধীর অনুসারী এবং যখন সেই অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আমাদের নিজেদের উপর হয় তখন আমরা একজন আদর্শ রবীন্দ্র প্রেমী হয়ে যাই। নিজের যোগ্যতা এবং ক্ষমতার উর্ধে উঠে প্রতিহত করার চেষ্টা করি।

ব্লেন্ডিং এ সত্যিই আমরা অনন্য ।।

#ভাঙ্গাচশমা

No comments:

Post a Comment