Tuesday, October 29, 2013

অবসম্ভাবী

অসম্ভব এর পিছনে দৌড় আরম্ভ করার সাথে সাথে জীবনের সমস্যাগুলোর সূত্রপাত হতে থাকে। আমরা যতোই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে থাকবো ততোই জীবনের সমীকরনগুলো এলোমেলো হতে থাকবে।

সমস্যাটা অসম্ভবকে নিয়ে নয়, সমস্যাটা অসম্ভব আর সম্ভব এর মাঝের পার্থক্যটাকে অনুধাবনে। অসম্ভব সব সময়ই অসম্ভব। তাকে সম্ভব করতে চাওয়াটাই বোকামি।

তারচেয়ে অনেক সহজ ও সুন্দর অবসম্ভাবীকে আলিঙ্গন করে এগিয়ে চলা। আর তখনই জীবনের সমীকরনে প্রতিফলিত হবে সম্ভব আর অসম্ভবের মাঝে এক সেতু বন্ধন।।

#আয়না

No comments:

Post a Comment