গত
দু’দিন যাবত জাতির চোখে-মুখে একটা খুশির ঝিলিক দেখছি...
কত
রঙ্গীন
স্বপ্ন। অনেকটা
যেন
তীব্র
খড়তাপের
পর
এক
পশলা
বৃষ্টির
মতো।
আমাদের সরকারী দল এবং বিরোধীদল নাকি সংলাপে বসবে। সরকার বিরোধীদলকে আমন্ত্রন জানিয়েছে, বিরোধীদলও রাজি।
সংলাপ, ভাল কথা। কিন্তু, কি নিয়ে সংলাপ? তারা দু’দল বসে কি নিয়ে আলোচনা করবে? আর যা নিয়েই তারা আলোচনা করুক না কেন তারা কি কখনও একমতে পৌঁছাতে পারবে?
সরকার কি তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরে আসবে না কি বিরোধীদল সরে আসবে? সরকার কি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়াতে পরিবর্তন আনবে নাকি জামায়েতে ইসলাম তাদের দাবী থেকে সরে গিয়ে একটা আপোষ করবে? বিভিন্ন গন মাধ্যমগুলোতে যেভাবে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে সেটারইবা কি হবে? .........
সরকারীদল বা বিরোধীদল কেউই কোন সমাধানে আসতে পারবে বলে মনে হয়না। কেননা, তারা উভয়ই দেশ ও জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ (অন্যান্য ব্যাপারগুলো উহ্য রাখলাম)। তাছাড়া বিগত দিনগুলোতে কখনই কেউই আলোচনা থেকে একটা সমাধানে পৌঁছতে পেরেছে বলে আমার মনে হয়না।
বস্তুত, ইস্যুগুলোর সমাধান কোন সংলাপই দিতে পারবেনা। যদি সত্যিকার অর্থেই কেউ সমাধানে পৌঁছতে চায়, তবে তাকে আগে পরিবর্তন আনতে হবে মানসিকতার। তাকে আগে নির্ধারন করতে হবে কেন সে আলোচনায় বসতে চাচ্ছে, জানতে হবে আসলেই জনগন কি চায়, বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি, সর্বপরি তার থাকতে হবে দেশপ্রেম।
হ্যাঁ, একমাত্র দেশপ্রেমই পারে আলোচনা সফল করতে। এই ক্ষমতা দখলের রাজনীতিতে কতটুকু দেশপ্রেম এখনও অবশিষ্ট আছে তা দেখার প্রতীক্ষায় আমরা সাধারন বাংলাদেশী জনগন...............
আমাদের সরকারী দল এবং বিরোধীদল নাকি সংলাপে বসবে। সরকার বিরোধীদলকে আমন্ত্রন জানিয়েছে, বিরোধীদলও রাজি।
সংলাপ, ভাল কথা। কিন্তু, কি নিয়ে সংলাপ? তারা দু’দল বসে কি নিয়ে আলোচনা করবে? আর যা নিয়েই তারা আলোচনা করুক না কেন তারা কি কখনও একমতে পৌঁছাতে পারবে?
সরকার কি তত্ত্বাবধায়ক ইস্যু থেকে সরে আসবে না কি বিরোধীদল সরে আসবে? সরকার কি যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়াতে পরিবর্তন আনবে নাকি জামায়েতে ইসলাম তাদের দাবী থেকে সরে গিয়ে একটা আপোষ করবে? বিভিন্ন গন মাধ্যমগুলোতে যেভাবে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে সেটারইবা কি হবে? .........
সরকারীদল বা বিরোধীদল কেউই কোন সমাধানে আসতে পারবে বলে মনে হয়না। কেননা, তারা উভয়ই দেশ ও জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ (অন্যান্য ব্যাপারগুলো উহ্য রাখলাম)। তাছাড়া বিগত দিনগুলোতে কখনই কেউই আলোচনা থেকে একটা সমাধানে পৌঁছতে পেরেছে বলে আমার মনে হয়না।
বস্তুত, ইস্যুগুলোর সমাধান কোন সংলাপই দিতে পারবেনা। যদি সত্যিকার অর্থেই কেউ সমাধানে পৌঁছতে চায়, তবে তাকে আগে পরিবর্তন আনতে হবে মানসিকতার। তাকে আগে নির্ধারন করতে হবে কেন সে আলোচনায় বসতে চাচ্ছে, জানতে হবে আসলেই জনগন কি চায়, বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি, সর্বপরি তার থাকতে হবে দেশপ্রেম।
হ্যাঁ, একমাত্র দেশপ্রেমই পারে আলোচনা সফল করতে। এই ক্ষমতা দখলের রাজনীতিতে কতটুকু দেশপ্রেম এখনও অবশিষ্ট আছে তা দেখার প্রতীক্ষায় আমরা সাধারন বাংলাদেশী জনগন...............
০৩/০৫/২০১৩
No comments:
Post a Comment