Thursday, May 2, 2013

সাভার ট্রেজিডি

রানা, সাভার ট্রেজিডি ব্লা ব্লা ব্লা আর ভাল লাগেনা। হয়েছেতো, অনেক হয়েছে। এবার একটু ক্ষেমা দেন। দয়া করে জজ্ঞালগুলো তাড়াতাড়ি পরিষ্কার করেন। তা না হলে পরে দেখবেন আবার ঐ এলাকায় মহামারী ছড়িয়ে পড়ছে। না কি এইটাকে পুঁজি করে হেফাজতের ঢাকা ঘেরাও কর্মসূচিকেও পন্ড করবেন?

ফেসবুকে ঢুকলেই দেখি সাভারের ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্যের আবেদন, পত্রিকাগুলোতে দেখি ওমুন ব্যাংক ওতো টাকা তমুক সংস্থা ততো টাকা সাহায্য দিবে পুনর্বাসনের জন্য। না ভাই, আমি কারও সাহায্যের আবেদনকে ছোট করছিনা। বরংচো, যারা এগিয়ে আসছেনা তাদেরকে তিরষ্কার করি।

সাহায্য করছেন খুবই ভাল কথা। কিন্তু, এ সাহায্যর আবেদন কেন তাজরীন গার্মেন্টেসর জন্য হয়নি, কেন হয়নি বেগুন বাড়ির আগুনে পুরে যাওয়ার ঐসব নি:স্বদের জন্য, সাহায্যের জন্য এগিয়ে আসা হয়নি কেন এমন আরও অনেক ঘটনার জন্য? কেন, কেন এবং কেন?

তাহলে, কি আছে এই রানা প্লাজাতে? কেন এই ঘটনাকে নিয়ে এতো মাতামাতি? কি ভাই, কি মনে হয়? একদম কি কিছুই নাই? শুধুই কি মানবতা?

হ্যাঁ, মানবতা হঠাৎ করে আসমান থেকে উতলিয়ে পড়েছে এই নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে। যার জন্য হরতাল তুলে নেওয়া হলো। হাজার মানুষ ঐখানে গেলো সাহায্য করতে। কেমন যেন একটা প্রতিযোগিতা-প্রতিযোগিতা ভাব। কে কার আগে কত সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারে।

কেনইবা হঠাৎ করে মানবতার জন্ম নিবেনা? এখানে যে, বিশেষ একজন ব্যাক্তি জড়িত। এখানে সবার মনোযোগ আকর্ষন করতে পারলে বিরোধীদল যেমন কিছু সুবিধা হাসিল করতে পারবে ঠিক তেমনিই সরকারীদলও পিছিয়ে থাকবেনা। তা না হলে অন্যকোন ট্রজেডি নিয়েতো এতো মাতামাতি দেখা যায়নি? সম্পূর্ন উদ্ধার কাজেতো সরকারী কোন সাহায্যও পায়নি উদ্ধার কর্মীরা, সবইতো সাধারন জনগনের যোগান দেয়া সরঞ্জাম দিয়ে হয়েছে। এর আগেওতো আমরা সাধারন জনগন বিভিন্ন সময় আমাদের একদিনের বেতন সরকারের আহ্বায়নে দিয়েছিলাম। আর এই ঘটনার জন্য সরকারের কোন আহ্বায়ন নেই। সবই আমরা যে যার মতো মানবতার জন্য এগিয়ে গিয়েছি। অথচ, আজ সরকার হঠাৎ করে দরদী হয়ে উঠলো। কেন?

কেউ কেউ আবার বলছেন জনগন সব মনে রেখেছে, একদিন এর যথাযথ জবাব দিবে। কি মনে রেখেছে জনগন? কি জবাব দিবে? বিগত সরকারের দূর্নীতির জবাবতো বর্তমান সরকার, তাই না? গত ১০/১২ বছরে যে পরিমান দূর্নীতি এই দেশের ইতিহাসে লেখা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান মনে হয়না কারও কাছে আছে।

দেখিতো জনগন কতটা মনে রেখেছে? মনে পড়ে কি ফালানীর কথা, সীমান্তে নিরীহ মানুষকে হত্যার কথা, সমূদ্র বিজয়ের কথা, ট্রানজিট, তিস্তা চুক্তি, কুইক রেন্টাল বিদ্যুৎ, বিডিআর বিদ্রোহ, ডেসটিনি এবং অন্যান্য এম এল এম কোম্পানী, হলমার্ক, রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর দেউদিয়া হবার কথা, রামপাল বিদ্যুৎকেন্দ্র........

দয়া করে এইসব হতভাগ্য জনগনকে নিয়ে রাজনীতি বন্ধ করুন। রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিহত করুন। আমাদেরকে ব্যবহার করবেন না প্লিজ।
02/05/2013

No comments:

Post a Comment