টিভি
দেখা
ছাড়ছি
পেরাই
১০
বছর
হইতে
চললো। সমস্যা
আর
কিছু
না,
রিমোট
পাইতাম
না। যখনই বাক্সটার
সামনে
যাইতাম
তখনই
দেখতাম
ইন্ডিয়ান
সিরিয়াল
চলতাছে
আর
বেবাকতে
দুনিয়াদারি
ভুইলা
গিয়া
হা
কইরা
গিলতাছে। পুরা ব্যাপারটাই
অসহ্যকর
লাগতো
বইলাই
টিভি
দেখা
বাদ
দিছিলাম।
অহন আবার শুনতাছি ভারতীয় টেকাও নাকি আমাগো দেশে চালাইবো। মর জ্বালা, অহন কুনটারে ...............
অহন আবার শুনতাছি ভারতীয় টেকাও নাকি আমাগো দেশে চালাইবো। মর জ্বালা, অহন কুনটারে ...............
সূত্র: http://bangla.bdnews24.com/economy/article620941.bdnews
০৪/০৩/২০১৩
No comments:
Post a Comment