Wednesday, April 17, 2013

বেডরুম


সারাদিন অক্লান্ত পরিশ্রম এর পর নিজের বেডরুমে গিয়ে একটু শান্তি মতন ঘুমাতে চায়না এমন কেউ আছে বলে আমি মনে করিনা........
বস্তুত আমরা সবাই আমাদের বেডরুমকে বিভিন্ন উপকরন দিয়ে একটি শান্তিুময় স্থানে রূপান্তরিত করতে কার্পন্য করিনা......... পাখির পালকের বালিশের সাথে সাথে বিছানার তোষকও যে কত ধরনের আছে তার সঠিক হিসাব আমরা কেউই জানিনা....... এইতো বছর খানেক আগে টিভিতে দেখলাম বিভিন্ন রকমের ছোট ছোট পাথর দিয়ে একধরনের বিছানার তোষক তৈরী করা হয়েছে, যা নাকি ঘুমের জন্য এবং স্বাস্থ্যর জন্য খুবই ভাল.......... .......
মাঝে মাঝে ট্রাভেল এন্ড লিভিং চ্যানেলে বিভিন্ন হোটেলের বা প্রাসাদের যে বেডরুমগুলো দেখায় নিজের বিশ্বাস হতে চায়না যা দেখছি তা ঠিক দেখছি কিনা...............
কিন্তু ভাই, আমার কতক্ষন এ বেডরুমে নিজেদের সমার্পিত করি...... কতক্ষন সেই বিলাশ বহুল বিছানার আড়মোড়া ভাঙ্গি...... কতক্ষন .................
যে বেডরুমে আমি দীর্ঘদিন অবস্থান করবো তাকে সুন্দর ও সুসজ্জিত করার জন্য আমি কি করলাম? কি কি প্রস্তুতি নিলাম........... যে কোন সময়ই আমাকে আমার বেডরুমে প্রবেশ করতে হবে নিজের শত ইচ্ছার বিরুদ্ধে........ কোন শক্তিই তা ফেরাতে পারবে না................


No comments:

Post a Comment