Wednesday, April 17, 2013

সম্পদ


হযরত আবদুল্লাহ ইবনে শিখখীর (রা) বলেন, আমি একদিন রাসুল (স) এর নিকট পৌঁছে দেখলাম তিনি সূরা তাকাসুর পাঠ করে বলছিলেন:
“মানুষ বলে, আমার ধন! আমার ধন! অথচ তোমার অংশ তো ততটুকুই যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেল অথবা পরিধান করে ছিন্ন করে দাও অথবা সদকা করে সম্মুখে পাঠিয়ে দাও। এছাড়া যা আছে, তা তোমার হাত থেকে চলে যাবে- তুমি অপরের জন্য তা ছেড়ে যাবে”
(ইবনে কাসীর, তিরমিযী, আহমদ)


No comments:

Post a Comment