* প্রাচীনরা রোমানরা ১৩ সংখ্যাটিকে মৃত্যু এবং ধবংসের প্রতীক বলে মনে করত।
* ১৯৭০ সালের ১৩ এপ্রিল এপোলো-১৩ মিশন ছোটোখাটো দূর্ঘটনায় আপতিত হয়েছিল।
এই ঘটনা ঘটেছিল ঠিক দিন দুয়েক আগে দুপুর ১ টা ১৩ মিনিট বা ১৩.১৩ তে
উতক্ষেপণের পর।
* ১৩ সেপ্টেম্বর ১৯২৮ সালে আধুনিক আমেরিকার
ইতিহাসে অন্যতম বড় হারিকেন ঝড়ে ২০০০ মানুষ মারা গিয়েছিল এবং ২৫ মিলিয়ন
ডলারের ক্ষতি হয়েছিল।
* পুরো প্যারিস শহরে ১৩ হোল্ডিং নাম্বার বিশিষ্ট কোন বাড়ি নেই।
* ইতালির জাতীয় লটারী প্রতিযোগিতায় ১৩ সংখ্যা দিয়ে কোন নাম্বার রাখা হয় না।
* আমেরিকায় প্রতি মাসের ১৩ তারিখে প্রায় ১০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়
মানুষের ট্রেন ও বিমান যাত্রা বাতিল,কাজে যোগদান না দেয়া এবং অপেক্ষাকৃত কম
বাণিজ্যিক কর্মকান্ডের জন্য।
No comments:
Post a Comment